E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

২০১৮ জুলাই ১৮ ১৭:১৫:৩২
আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্ঠি দেবে নতুন মাত্রা।” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি মালটা ফল গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মককর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারন সম্পদক ও ইত্তেফাক সংবাদদাতা তপন বসু। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, মো. জাফর ইকবার, হাফেজ মো. মহিবুল্লাহ, রীতা হালদার, এচাহাক আলম পাইক প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবারের মাঝে মাল্টার চারা বিতরণ করা হয়।
মেলায় ১০টি নির্ধারিত স্টল ছাড়াও বিভিন্ন ষ্টলে ফলদ এবং ঔষধি গাছের চাড়াসহ বিভিন্ন প্রকারের ফুলের চারা বিক্রির জন্য রাখা হয়েছে। প্রতিদিনি মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

(টিবি/এসপি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test