E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বরিশালের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশি থাকায় নিজে পর্যবেক্ষন করবো’

২০১৮ জুলাই ২৭ ১৬:১৪:০৮
‘বরিশালের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশি থাকায় নিজে পর্যবেক্ষন করবো’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নির্বাচন কমিশনারের মতবিনিময়ঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িত সংশ্লিষ্টদের কারো কাছে মাথা নথি স্বীকার করা চলবেনা। আমার এ নির্দেশ দেয়া সত্বেও কারো বিরুদ্ধে কাজে গাফলির প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশি থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমি অবস্থান করবো।

বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, বরিশালের সুষ্ঠু-সুন্দর, স্বাভাবিক-পরিচ্ছন্ন পরিবেশটা কেমনভাবে যেন উধাও হয়ে গেছে। আশ্চর্য্য লাগছে কয়েকদিনেরে ব্যবধানে একটা শহরের নির্বাচনের পরিবেশ এভাবে কিভাবে নষ্ট হয়। মনে হচ্ছে বরিশাল শহরে কোন একটা আশুরিক শক্তির আবির্ভাব হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদররোডের বিএনপি দলীয় কার্যালয়ে সিটি কর্পোরশেন নির্বাচনে ধানের শীষ প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মীর্জা আব্বাস আরও বলেন, নির্বাচন একেবারেই সুন্দর হবে তা আমরা কখনোই ভাবিনা। নির্বাচন হবে প্রতিযোগিতা মূলক, প্রতিদ্বন্ধিতামূলক। তিনি বলেন, বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে, কষ্ট করে কাজ করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান আক্তার শিরিন উপস্থিত ছিলেন।

কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষ করছেন জাপা প্রার্থী তাপস

সিটি নির্বাচনে বুধবার আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয়ার কথা ঘোষনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু তার ঘোষনার পরেও বৃহস্পতিবার সকাল থেকে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালিতে গণসংযোগকালে ইকবাল হোসেন তাপস বলেন, আওয়ামী লীগের সমর্থনের বিষয়টি আমি গণমাধ্যমে দেখেছি, আমার সাথে এ বিষয়ে কারো সাথে কোন যোগাযোগ হয়নি। তাপস আর বলেন, ঢাকা থেকে একটা ফু দিলে বাক্সের মধ্যে ভোট পরে যাবে না। ঢাকা থেকে কে কি বললো তাতে ভোটে প্রভাব পরবেনা। আমরা মাঠে আছি গণসংযোগ করছি এবং সকল মানুষের একটি প্রত্যাশা আমি যেন মাঠে থাকি। এদিকে জাপার মহানগর সভাপতি একেএম মর্তুজা আবেদীন বলেন, চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা মহানগরের নেতারা বৈঠক করে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ শুরু করেছি।

(টিবি/এসপি/জুলাই ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test