E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে বিনা টিকিটের ৮২০ যাত্রীর জরিমানা

২০১৮ জুলাই ২৮ ১৫:৩১:৪৯
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে বিনা টিকিটের ৮২০ যাত্রীর জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৮২০ জন যাত্রীর নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে। ঈশ্বরদী, এবং ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকাগামী ৩টি আন্ঃনগর যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে পাকশী বিভাগীয় ভ্রাম্যমান আদালত জরিমানাসহ ভাড়া আদায় করেছে বলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

৩টি ট্রেন হতে এসময় ভাড়া ও জরিমানা বাবদ ১ লাখ ২৩ হাজার ৬০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা,আনোয়ার হোসেন জানান, গত ২৬শে জুলাই সকাল ৮টা হতে রাত পর্যন্ত পাকশী বিভাগের অধীনে ঈশ্বরদী বাইপাস ষ্টেশন, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার ষ্টেশন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর স্টেশন পর্যন্ত অভিযান পরিচালিত হয়। একইভাবে ফেরার পথে আবার ওই স্টেশনগুলোতে চেকিং করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীগের আওতাধীন ১২টি স্টেশনের উপর দিয়ে চলাচলরত রাজশাহী হতে ছেড়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ এবং সিরাজগঞ্জ বাজার ষ্টেশন হতে ছেড়ে যাওয়া ঢাকা অভিমূখি ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ এবং খুলনা হতে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং অভিযান পরিচালিত হয়। এই তিনটি ট্রেনের ফিরতি সময়েও অর্থাৎ আপ ও ডাউন টিকিট চেকিং করা হয। চেকিং এর সময় বিনা টিকিটে যাত্রীদের নিকট হতে ভাড়া বাবদ মোট ৮২ হাজার ৬০ টাকা ও জরিমানা বাবদ ৪১ হাজার টাকা আদায় করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্র্যাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, বরকত উল্লাহ বরকত, শফিকুল ইসলাম, মেহেদী হোসেন খাঁন, বিশ্বজিৎ রায়, ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test