E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে : নির্বাচন কমিশনার

২০১৮ জুলাই ২৯ ১৬:৪১:৪৩
বরিশালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে : নির্বাচন কমিশনার

বরিশাল প্রতিনিধি : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে তারা সবধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, বরিশালে খুবই শান্ত ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান অব্যাহত রয়েছে। আমি আশা করি নির্বাচনের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।

মতবিনিময় সভায় সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বাসদ’র ডাঃ মনিষা চক্রবর্তী, সিপিবি’র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে অভিযোগ থাকবে

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। সব প্রার্থীই চান এবং বলেন বিজয়ী হবেন কিন্তু কে বিজয়ী হবেন সে রায় জনগণই দেবেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। সাদিক আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনে অবশ্যই অভিযোগ থাকবে, তবে শঙ্কা থাকার মতো কোন ঘটনা বরিশালে এখনও ঘটেনি, বরিশালের পরিবেশ সুষ্ঠু রয়েছে।

তারপরেও যারা শঙ্কার কথা বলছেন তারা যদি বলার জন্য বলেন, সেটা ভিন্ন কথা। তবে যেহেতু এটা প্রশাসনের বিষয় তাই তারাই এর উত্তর দেবেন। তিনি আরও বলেন, আমরা নয়টির মতো লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অভিযোগের মধ্যে বিএনপির প্রার্থী ও তার স্ত্রী আমাদের নেতাকর্মীদের যে হুমকি দিয়েছেন সে বিষয়টিও রয়েছে। অভিযোগের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

পুলিশের ওপর সরোয়ারের ক্ষোভ

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার তার পুলিশ বাহিনী দিয়ে যতোই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করুক আমরা নির্বাচনের শেষসময় পর্যন্ত মাঠে থাকবো। আমরা যেখানেই যাই পুলিশ সেখানে গিয়ে বাঁধা দিয়ে উঠান বৈঠক ও সভা ভেঙ্গে দিচ্ছে। রাতে নেতাকর্মীদের বাসায় হানা দিয়ে এ পর্যন্ত ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের বাসায় অভিযান অব্যাহত রেখেছে। সরোয়ার আরও বলেন, গণতন্ত্র উদ্ধার ও বিএনপির চেয়ারপার্সনের মুক্তির জন্য আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা।

শান্ত শহরকে অশান্ত করতে চাচ্ছে বিএনপিঃ শুক্রবার বিকেলে মহানগর আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি আরিফিন মোল্লা গণসংযোগকালে বলেন, বিএনপির মেয়র প্রার্থী ও তার দলের কতিপয় কেন্দ্রীয় উস্কানিদাতা নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে মিথ্যে সব কল্পকাহিনীর অভিযোগ করে সিটি নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার সর্বাত্মক চেষ্ঠা করছেন। এমনকি তাদের দলের কতিপয় সন্ত্রাসীরা নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার জন্য আমাকেসহ একাধিক কর্মীকে বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, সচেতন নগরবাসী এইবার আর প্রতিবন্ধী মেয়র দেখতে চায়না। তারা (ভোটার) নিজেদের ভাগ্য ও নগরীর উন্নয়ন চায়। বিএনপির সকল অপপ্রচারকে উপেক্ষা করে ৩০ জুলাইয়ের নির্বাচনে বরিশালবাসী বেঁছে নিবেন তারা নগরীতে উন্নয়ন চায়। সচেতন বরিশালবাসী বিএনপির বর্তমান মেয়রের সময়কার গত পাঁচ বছরের মতো আর অবহেলিত থাকতে চায়না। এজন্য ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠণ

সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বরিশালে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠণ করা হয়েছে। বরিশালের যুগ্ম জেলা জজ প্রথম আদালতকে নির্বাচনকালীন ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠণ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়ের করা নির্বাচনী দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিস্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠণ করা হয়েছে।

১২ পর্যবেক্ষক নিয়োগ

সিটি কর্পোরশেন নির্বাচনে ১২ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার উপসচিব (চলতি দায়িত্ব) মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে জানা গেছে, ১২ সদস্যের ওই পর্যবেক্ষক কমিটিতে ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে উপ-প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল কবীর, গোপালগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, শরীয়তপুরের জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালেক, আগৈলঝাড়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান ও যশোরের অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৮ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছেন।

(টিবি/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test