E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধংস

২০১৮ জুলাই ২৯ ১৮:৩৬:৫৪
চাটমোহরে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার সর্ব বৃহৎ অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রোববার অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ১৪২টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, থানার এসআই গোপাল চন্দ্র মন্ডলসহ সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এসিল্যান্ড ইকতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলার প্রতিটি হাটে-বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এবারে উপজেলার কোন জলাশয়ে অবৈধ সোঁতি বাঁধ বসাতে দেয়া হবে না। কেউ আইন অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

(এসএইচএম/এসপি/জুলাই, ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test