E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন

২০১৮ আগস্ট ০১ ১৭:০৫:৫০
বরিশালে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বরিশাল নগরীতে ১৫ আগস্ট ভয়াল কালরাতে স্বজন হারানো সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। ১৫ আগস্টে নিহতদের স্মরণে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর সোহল চত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বিবির পুকুর পাড়ে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর বিক্রম, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনসহ দলের নেতৃবৃন্দরা। একইদিন রাতে নবনির্বাচিত মেয়রসহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যা করে মুক্তিযোদ্ধা বিরোধী ঘাতকেরা। সেই সময় নবনির্বাচিত সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহর বড় ভাই সুকান্ত বাবু সেরনিয়াবাত ঘাতকদের বুলেটে নিহত হয়, মা সাহান আরা বেগম গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান।

(টিবি/এসপি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test