E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে খানা তথ্যভান্ডার শুমারির প্রস্তুতি সভা

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৫:০৮:০৩
ঈশ্বরদীতে খানা তথ্যভান্ডার শুমারির প্রস্তুতি সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাজশাহী অঞ্চলের খানা তথ্যভান্ডার শুমারির কার্যক্রমের প্রস্তুতি গ্রহনের জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন শুমারির সদস্য সচিব ও পরিসংখ্যান অফিসার আব্দুল হান্নান। এসময় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহেড ডাটাবেইজ প্রকল্পের অধীনে আগামী ২৭শে সেপ্টেম্বর হতে ১৬ই অক্টিাবর পর্যন্ত ঈশ্বরদীর আর্থ-সামাজিক ও জনমিত্তিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরী করা হবে।

সভায় নির্ভূল ও সঠিক তথ্য প্রদান করে করে তথ্যভান্ডার তৈরীতে সহায়তা ও তথ্য প্রদানে সহায়তার জন্য আহবাবান জানানো হয়।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test