E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে দুই দিনব্যাপী সাহিত্য উৎসব

২০১৮ সেপ্টেম্বর ২১ ১৯:০০:০২
দিনাজপুরে দুই দিনব্যাপী সাহিত্য উৎসব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী সাহিত্য উৎসব। আজ শুক্রবার সকালে দিনাজপুর শহরের নিউ বালু বাড়িতে প্যারেট ইন মোশন সাহিত্য উৎসবের উদ্ধোধন করেন কবি মাকিদ হায়দার।

গওসে আলেকজেন্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বজলুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন,কবি ও প্রাবন্ধিক মাসুদ মোস্তাফিজ।

আলোচনায় অংশ নেন, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক ড. মাসুদুজ্জমান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈকত আরেফিন,কবি অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, গল্পকার মাহবুব আলীসহ অন্যরা।

দু’দিন ব্যাপী সাহিত্য উৎসব শেষ হবে আগামিকাল শনিবার ।

এদিকে দিনাজপুরে সাহিত্য উৎসবের বিষয়টি স্থানীয় অনেক কবি-সাহিত্যিক জানেন না বলে অভিযোগ তুলেছেন। অথচ ছোট্র একটি ঘরে গুটিকয়েকজনকে নিয়ে সাহিত্য আড্ডা বাসিয়ে তা “দিনাজপুরে সাহিত্য উৎসব” বলে চালিয়ে দেয়ায় তারা নিন্দা জ্ঞাপন করেছেন।

তাছাড়া অনুষ্ঠানে মিডিয়া পার্সনদের সাথেও অসৌজন্য মূলক আচন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

(এসএএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test