E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ৩টি প্রতিমা ভাংচুর

২০১৮ অক্টোবর ০১ ১৮:২৮:১৬
টাঙ্গাইলে ৩টি প্রতিমা ভাংচুর

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে ৩টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব কাবিলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্গাপূজার সন্নিকটে এঘটনায় এলাকার হিন্দু সমাজের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন হিন্দু নেতারা।

পূর্ব কাবিলাপাড়া নব জাগরণ ক্লাবের সভাপতি নন্দ দুলাল কর্মকার বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নির্মাণাধীন ৩টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিমা ভাংচুরের বিষয়টি সোমবার সকালে আমাদের নজরে আসলে আমরা পুলিশ ও স্থানীয় জন-প্রতিনিধিদের অবহিত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো বলেন ৩০ বছর যাবত আমাদের এখানে দুর্গাপূজা হচ্ছে। কিন্তু এধরনের ঘটনা কোনদিন ঘটেনি।

খবর পেয়ে সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুহ ঝন্টু, টাঙ্গাইল শহর হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তমাল বিহারী দাসসহ হিন্দু সমাজের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আটক ও শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে কাগমারি পুলিশ ফাড়ির ইনচার্জ আরিফ ফয়সাল বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর আমাদের নজরদারী বাড়ানো হবে।

(আরকেপি/এসপি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test