E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজানগরে ভুয়া কাজীর দৌরাত্মে বাল্যবিবাহ বেড়েছে

২০১৮ অক্টোবর ০৬ ১৬:৩৯:৫১
সুজানগরে ভুয়া কাজীর দৌরাত্মে বাল্যবিবাহ বেড়েছে

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে পৌর সভা ও ভায়না ইউনিয়নের ভুয়া কাজীর দৌরাত্বে বাল্য বিবাহ বেড়েছে।

জানা যায়, চার জন ভুয়া কাজী নাবালোক ছেলে মেয়েদের টাকার বিনিময়ে সরকারী আইন-কানুন না মেনে বাল্য বিবাহ দিয়ে যাচ্ছেন।

কাজী আবু বকর ছিদ্দিক জানান আরিফ বিল্লা, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ নয়ন ও রাসেল এ চারজন পৌর সভা ও ভায়না ইউনিয়নের কাজীর জন্য আবেদন করেই প্রেস থেকে লুচ কাগজ কিনে নিকাহ রেজি: বহি বানিয়ে ক্ষমতার দাপটে বাল্য বিবাহ দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ইউএও সুজিৎ কুমার দেবনাথ জানান এখানে আইনি জটিলতার কারণে দু’ পক্ষের কাজীর মধ্যে দন্ড চলছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।

(এস/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test