E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৪৭ বছর পর কানাইপুর সিকদার বাড়িতে ‘দূর্গা পূজা’

২০১৮ অক্টোবর ০৯ ১৫:২৪:২৫
৪৭ বছর পর কানাইপুর সিকদার বাড়িতে ‘দূর্গা পূজা’

সুপন সিকদার : দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় ‘দূর্গা পূজা’ উপলক্ষে ফরিদপুর জেলায় চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে জেলার প্রতিটি মন্দির সাজতে শুরু করেছে বর্ণিল সাজে। জেলার কানাইপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর কানাইপুর সিকদার বাড়িতে বৃহৎ পরিসরে এবছর দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।

প্রতিমাশিল্পী হরমোহন পাল জানান, আমি মুক্তিযুদ্ধের আগে প্রতিমা বানিয়েছি। মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর এবছর আবার জমিদার বাড়িতে পতিমা তৈরির করছি। আগে আমার বাবার সাথে আসতাম প্রতিমা তৈরি করতে। এবছর আমি তৈরি করছি।

পূজা উপলক্ষ্যে মহাষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে।

কানাইপুর সিকদার বাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবীর সিকদার জানান, আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের আগে শেষ শারদীয় দূর্গা পূজা হয়েছিল। মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর এ বছর আবার আমরা পূজার আয়োজন করেছি। আগে আমাদের বাড়ির ‘দূর্গা পূজায়’ পাঠা বলি হতো। এ বছর আমরা আমাদের পূজা থেকে বলি প্রথা তুলে নিয়েছি।

তিনি আরো বলেন, মা দূর্গা মর্তে আসে অসুর নিধন করতে। পশু হত্যা করে কখনো অসুর নিধন হতে পারেনা। অসুর নিধন করতে দরকার মনের পশুকে নিধন।

পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু নিপু সিকদার জানান দূর্গা পূজা আমাদের বাড়ির প্রচীন পূজা ১৯৭০ সালে শেষ দূর্গা পূজা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর এ বছর আবার আমরা পূজার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি, এই পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসবেন।

গত ৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছে। এরপর ১৪ অক্টোবর হবে দূর্গার বোধন (বেলা ষষ্ঠী), ১৫ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। শেষ হবে ১৯ অক্টোবর বিজয়া দশমী দেবীর বিসর্জনের মধ্য দিয়ে।

কানাইপুর সাহাপাড়া পূজামণ্ডপ, ভাটি-কানাইপুর পূজামণ্ডপ, কানাইপুর বাজার পূজামণ্ডপ, ধোপাডাঙ্গার যশোদা জীবন দেবনাথের বাড়ির পূজামণ্ডপ, ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডের দুটি পূজামণ্ডপ, কাঁসার পট্টি, সোনার পট্টি পূজা মণ্ডপ সাজছে নানা সাজে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র সাহা বলেন, এবার জেলার নয়টি উপজেলায় সাড়ে সাত শতাধিক মন্দিরে ‘দুর্গাপূজা’ অনুষ্ঠিত হবে।

জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ জাকির হোসেন খান উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্দিরগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসারসহ ভ্রাম্যমাণ দল কাজ করবে।পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(এসএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test