E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় নিহত সাব-রেজিষ্টার নুরমোহাম্মদের গ্রামের বাড়ি রাজারহাটে শোকের মাতম

২০১৮ অক্টোবর ০৯ ১৭:১০:০৮
কুষ্টিয়ায় নিহত সাব-রেজিষ্টার নুরমোহাম্মদের গ্রামের বাড়ি রাজারহাটে শোকের মাতম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা সাব-রেজিষ্টার শাহ নুরমোহাম্মদ গত সোমবার রাতে কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। খবর পেয়ে রাজারহাট উপজেলায় তার গ্রামের বাড়ীতে শোকের মাতম বিরাজ করছে। শাহ নুরমোহাম্মদ কুষ্টিয়া সদর উপজেলা সাবরেজিষ্টার অফিসে কর্মরত ছিল।  এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ গ্রামের বাড়ীতে পৌচ্ছেনি।

জানা যায়, শাহ নুরমোহাম্মদ রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়মৌলা গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ১ম পুত্র। সে ৭ ভাই ৫বোনের মধ্যে ১ম ছিল। শাহ নুরমোহাম্মদ ছিলেন সহজ সরল। গ্রাম এবং রাজারহাট উপজেলায় তার অবাধ বিচরণ ও সমাজের সুপরিচিত ব্যক্তি ছিল। সে সকলের সাথে মিলে মিশে থাকতো। গত কোরবানীর ঈদে সে গ্রামের বাড়ীতে এসে পরিবার ও সকলের সাথে ঈদ উৎযাপন করে গেছে। তার স্ত্রী ও ২পুত্র সন্তান রয়েছে। সাব-রেজিষ্টার শাহ নুরমোহাম্মদের হত্যার সংবাদ রাজারহাট উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ব্যক্তিদের মাঝে শোকের ছায়া পড়ে।

হত্যাকান্ডের শিকার সাব-রেজিষ্টার শাহ নুরমোহাম্মদ রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের ফুফাতো ভাই।

শাহ নুরমোহাম্মদের গ্রামের বাড়ী পাড়মৌলায় গিয়ে সৎ মা করিমন বেওয়া ও মোমেনা বেগমের সাথে কথা বললে, হাউ-মাউ করে কেঁদে বলেন, মোর প্রানের ছাওয়াটাক (পুত্র) কায় মারি ফ্যালাল। ছাওয়াটা মোর খুবই ভালা ছিল। হামরা এর বিচার চাই।

এ ব্যাপারে উপস্থিত এলাকাবাসীরা সাব-রেজিষ্টার নুরমোহাম্মদ এর হত্যার বিচার দাবী করেছেন। সাব রেজিষ্টার শাহ নুরমোহাম্মদের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

(পিএমএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test