E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস এর জেলা কাব ক্যাম্পুরী উদ্ভোধন

২০১৮ অক্টোবর ১০ ১৫:২০:১৬
কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস এর জেলা কাব ক্যাম্পুরী উদ্ভোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাবিং করি উন্নত জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট গাজীপুর জেলা শাখার আয়োজনে ৫দিন ব্যাপী ১৩তম জেলা কাব ক্যাম্পুরী আজ বুধবার সকালে কাপাসিয়া উপজেলার বাঘিয়া স্বাধীনতা মাঠে জাতীয় সংগীত , স্কাউট সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে উদ্ভোধন করা হয়। কাব ক্যাম্পুরী উদ্ভোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় কমিটির সভাপতি ও কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মো: মাকসুদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো: শফিউল হক, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা স্কাউটের ক্যাম্পুরী চিফ ও কমিশনার মো.ওয়াদুদুর রহমান, জেলা স্কাউটের সম্পাদক মো.আব্দুর রজ্জাক, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আইবুর রহমান সিকদার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

ঘাঘটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউট প্রতিনিধি মো. মনিরুজ্জান মনির জানান, জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী ও ১জন শিক্ষক সহ মোট ১৩৫১ জন এই ক্যাম্পুরীতে অংশ নিয়েছেন।

(এসকেডি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test