E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমিই আপনাদের আগামীর কক্সবাজার : জয়

২০১৮ অক্টোবর ১৪ ১৪:৫৯:৩৯
আমিই আপনাদের আগামীর কক্সবাজার : জয়

স্টাফ রিপোর্টার : ইশতিয়াক আহমেদ জয়। আবারো নিজের ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেছেন পর্যটন নগরী কক্সবাজারে। 

নাড়ীর টান কিংবা আবেগ নয়। কক্সবাজারের মাটি ও মানুষের কথা ভেবে তিনি নিজেকে সদর আসনে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দিয়েছেন।

ফলে কক্সবাজার-০৩ আসনের (সদর-রামু) হাজার হাজার তরুণদের মনে স্বপ্ন দেখাচ্ছেন একমাত্র তরুণ প্রার্থী হিসেবে।

তিনি কক্সবাজার জেলার একজন সফল ছাত্রনেতা। ইতিমধ্যে যার পজেটিভ কাজকর্ম বেশ নজর কেড়েছে আ’লীগের কেন্দ্রীয় নেতাদের।

কেনোনা কখনো তিনি গণমানুষের কাতারে। আবার কখনো তিনি মানবিক হৃদয়ে রোহিঙ্গাদের মাঝে চিকিৎসা দিতে ব্যস্ত। নয়তো কখনো তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন সেবক। নয়তো ক্ষমতাসীন দলের উন্নয়নের বার্তা নিয়ে পাড়া মহল্লায় ‘শেখ হাসিনার উন্নয়নের গল্প’ শোনাতে হাজির।

বরাবরেই তিনি কোন না কোন কারণে কক্সবাজারের স্থানীয় পত্রিকা কিংবা জাতীয় দৈনিকের পাতায় শিরোনাম হচ্ছেন।

বহু আগেই ইশতিয়াক আহমেদ জয় ঘোষণা দিয়েছেন কক্সবাজার সংসদীয় -০৩ আসনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে। আজ রাত ১টায় নিজের ফেসবুকে আবারো স্ট্যাটাস দিয়ে মতামত জানিয়ে আলোচনায় হাজির।

যা মুর্হুতেই ছড়িয়ে পড়ে হাজার হাজার তরুণদের মাঝে। বেশ উৎসাহ নিয়ে স্ট্যাটাসে শত শত কমেন্টস, লাইক ও শেয়ার করতে দেখা যায়। যা পাঠকের প্রয়োজনে হুবহু তা তুলে ধরা হল।

“কক্সবাজার..
আমার কক্সবাজার...
আমাদের কক্সবাজার....

এই শহরেই আমার বেড়ে ওঠা,
পরিবার থেকেই আমার রাজনীতির অ,আ শেখা।

আমার বাবা/ চাচা আমাকে প্রথম যে রাজনৈতিক মহাপুরুষের নাম শিখিয়েছেন তাঁর নাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।

বয়সে এখন আমি তরুণ। কিন্তু আমার কাঁধেই বঙ্গবন্ধুর হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের এ অঞ্চলের ভার। দায়িত্ব পালন করতে গিয়ে তরুণদের খুব কাছ থেকে দেখেছি।তাদের কথা তাদের মত করে বোঝার চেষ্টা করেছি।সমাধানের চেষ্টা করেছি।

কখনো পেরেছি, আবার কখনো পারিনি।আমার নির্বাচনী এলাকায় ৩ লাখ ৬২হাজার ভোটার।তার মধ্যে রয়েছে হাজার হাজার তরুণ।তাদের কান্নার রঙ আমার চেনা। তাদের হাসমিাখা মুখ আমার পরিচিত।

আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেনো এসব বলছি আমি...???

উত্তর খুব সোজা...কারণ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হতে চাই।

উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কক্সবাজার ০৩ আসন থেকেনির্বাচনে লড়তে চাই।

উত্তাল সমুদ্রের নৌকার মাঝি হতে চাই আমি। আমার শক্তি তারুণ্য,আমার শক্তি বঙ্গবন্ধুর আদর্শ।আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্পের ফেরিওয়ালা।

আমি আপনাদের ভাই..
আমি আপনাদের সন্তান...
আমিই আপনাদের আগামীর কক্সবাজার....।”

এতে শহরের হাসান ইকবাল রিপন নামে একজন মন্তব্য করে বলেন, ‘শুভকামনা রইলো ইশতিয়াক ভাই। তারুণ্যেও জয়জয়কার হোক, সেই সাথে সবক্ষেত্রে তারুণ্যেও বাাংলাদেশ আমরা চাই।’

মনছুর আলম নানক নামে আরেকজন মন্তব্য করে বলেন ‘একসময় আপনার শূন্যতা জেলা ছাত্রলীগ অনুভব করবে। আপনি সদর আসনে জনতার আগামীর সেবক হয়ে বীরের বেশে গর্জে উঠবেন। আপনার মত জননেতা না পেলে সদর-রামুবাসী সত্যি অপূর্ণতায় ভুগবে।’

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test