E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুরুদাসপুরে পদবী পরিবর্তনের দাবিতে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

২০১৪ জুলাই ১৭ ১৯:৩০:০৭
গুরুদাসপুরে পদবী পরিবর্তনের দাবিতে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি : কালেক্টরেট কর্মচারীরা পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবিতে নাটোর ও গুরুদাসপুরে  তাদের ঘোষিত কর্মবিরতি কর্মসুচী অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে জেলা প্রশাসনের কর্মচারীরা কাজ বন্ধ রেখে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে। এসময় বক্তৃতা করেন নাটোর কমিটির আহ্বায়ক হুরবানু, হাসিনা বেগম, আশরাফুল ইসলাম, আহাদ আলী প্রমুখ। অপরদিকে একই দিনে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি কর্মসুচী অব্যাহত থাকার ফলে প্রশাসনের সকল কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। প্রশাসনের কালেক্টরেট কর্মচারীরা প্রতিদিন ব্যানার টাঙ্গিয়ে উপজেলা প্রশাসনের সামনে বসে থেকে বিরতিহীনভাবে কর্মবিরতি পালন করছে। এতে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

(এমআর/জেএ/জুলাই ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test