E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গার নতুনপাড়া সীমান্তে ২০ লাখ টাকা জব্দ 

২০১৮ নভেম্বর ১৪ ১৮:২৯:৩৪
চুয়াডাঙ্গার নতুনপাড়া সীমান্তে ২০ লাখ টাকা জব্দ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে বাংলাদেশী নগদ ২০ লাখ টাকা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। 

গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে নতুনপাড়া গ্রামের মাঠ থেকে অভিযান চালিয়ে এ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জীবননগরের নতুনপাড়া বিওপির ৫৮ বিজিবির সদস্যরা বুধবার সকালে নতুনপাড়া মাঠে ভারতের দিক থেকে তিনজনকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। অজ্ঞাত তিন ব্যক্তি সীমান্তের ৬৫ নং মেইন পিলারের ৪ সাব পিলারের কাছ দিয়ে আসছিল। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই তিনজন তাদের কাছে থাকা গামছায় বাঁধা টাকার বান্ডিল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তা উদ্ধার করে তাতে এক হাজার ৬০০টি ১০০০ টাকার নোট ও ৮০০টি ৫০০টাকার নোট দেখতে পায়। দুটি বান্ডিলে মোট ২০ লাখ টাকা জব্দ করে বিজিবি সদস্যরা।

(টিটি/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test