E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণে আনন্দ শোভাযাত্রা

২০১৮ নভেম্বর ১৭ ১৫:১৭:২৯
সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণে আনন্দ শোভাযাত্রা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণে আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় চত্বর থেকে পৌর শহরের প্রধান সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পরিচালনায় পথসভায় বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ মাস্টার, মমতাজ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফা, সুলতান প্রাং, এ্যাড. শাজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, ম্যানেজিং কমিটির সদস্য অবপ্রাপ্ত শিক্ষা অফিসার এসকেন্দার আলী প্রামানিক, মুশফিকুর রহমান, বাবুল আক্তার, শফিকুল ইসলাম বাবু খান, সহকারী শিক্ষক দিলিপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, লিয়াকত হাসান লিটন, কাজেম উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ অংশ নেয়। বিদ্যালয় কে সরকারী করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষকন্যা, জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে কৃজ্ঞতা সহ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা।

(এস/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test