E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর পৌরসভার সার্ধশত বার্ষিকীর ৬ মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন

২০১৮ নভেম্বর ১৭ ১৭:২০:৩৭
শেরপুর পৌরসভার সার্ধশত বার্ষিকীর ৬ মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন

শেরপুর জেলা প্রতিনিধি : আজ থেকে শেরপুর পৌরসভা ১৫০ বছর পদার্পণ অনুষ্ঠান শুরু। পৌর কর্তৃপক্ষ  ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাস ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার সার্ধশত বাষির্কী উদযাপনের ৬ মাসব্যাপি বর্ণাঢ্য নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শেরপুর পৌরসভার সার্ধশত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- নান্দনিক স্থাপনা পৌরসভার পুরাতন ভবনটিকে সংস্কার করে পৌর যাদুঘর তৈরি, পৌরপার্ক মাঠের পাশে ৫তলার একটি আধুনিক সিটি সেন্টার ভবন নির্মাণ। পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে ইতোমধ্যে রাতে শহরের ময়লা-আবর্জনা অপসারণ কাজ শুরু হয়েছে। পুলিশ ও প্রশাসনের সহায়তায় শহরের ইজিবাইক, যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আনয়ন এবং শহরের ভেতরে গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ করা হয়েছে। একটি ‘ক্লিন এবং গ্রিন’ (পরিচ্ছন্ন ও সবুজ) শহর হিসেবে শেরপুরকে গড়ে তোলার কাজ চলছে।

এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক(এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সার্ধশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অন্যানের মধ্যে জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ দিলদার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব হোসেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ইউজিপ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, প্রাচীন এ পৌরসভা তথা শেরপুর জেলার উন্নয়নে শেরপুর সদরকে সংযুক্ত করে রেলপথ স্থাপন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা ফোরলেন করার দাবী জানান । সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রীকে শেরপুরে আসার আমন্ত্রনও জানানো হয় বর্ণ্যাঢ্য এ আয়োজনে।

(এসআর/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test