E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

২০১৪ জুলাই ১৯ ১১:০১:০২
ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্ট : ছিনতাইয়ের অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে গুলশান লেকের পাড় ( ৫০ নম্বর রোড) থেকে তাকে আটক করা হয়।

পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। নিজের নিরাপত্তার জন্য সিআইডি পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। একাত্তর টোয়েন্টিফোর বিডি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান তিনি। তবে এসময় তিনি কোনো আইডি কার্ড দেখাতে পারেন নি।

আটক আমিনুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কুটিবাড়ি গ্রামে। তিনি রাজধানীর কদমতলী এলাকায় থাকেন।

গুলশান থানার ‍সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, একজন নারী এসে তাকে খবর দেন। লেকের পাড়ে তিনজন লোক সিআইডি পরিচয় দিয়ে মানুষের দেহ তল্লাশি করছে। যার কাছে যা পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে তার দুই সহযোগী পালিয়ে গেলেও আটক করা হয় আমিনুল ইসলামকে।

তাকে আটকের পর ওই এলাকার কর্মরত কমান্ডো গ্রুপের নিরাপত্তা কর্মী আঙ্গুর মিয়া এগিয়ে আসেন। এসময় তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টায় আমিনুল ও তার দুই সহযোগী তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

আঙ্গুর মিয়া জানান, সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা রয়েছে বলে দেহ তল্লাশি করেন। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে মানি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গতকালও এই মোটরবাইকটি ছিলো তাদের সঙ্গে।

আঙ্গুর মিয়া থানায় এসে লিখিত অভিযোগ দিলে আমিনুলের নামে নিয়মিত মামলা গ্রহণ করে গুলশান থানা পুলিশ। তার ব্যবহৃত মোটরবাইকটি আটক করা হয়। রেজিস্ট্রেশন বিহীন বাইকটির নম্বর প্লেটে ইউএনবি নিউজবিডি, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লেখা রয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test