E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে মেরিয়ান

২০১৮ নভেম্বর ২৩ ১৭:১২:০৩
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে মেরিয়ান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত একবছর ধরে গড়ে ওঠে প্রেমের সর্ম্পক। সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮)। 

বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের খ্রীষ্টানপাড়ার বাসিন্দা মাইকেল অপু মন্ডলের সাথে ফেসবুকে প্রেম হয় সারা মেরিয়ানের।

অবশেষে বৃহস্পতিবার রাতে খ্রীষ্টান ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাইকেল রবীন মন্ডলের একমাত্র পুত্র অপু মন্ডল পেশায় রঙ মিস্ত্রি।

অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সাথে তার পরিচয় হয়। এরপর দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মোবাইল ফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভাল লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে কোন একসময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

বরিশাল সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার রাতে সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে। এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। প্রেমের টানে মার্কিন যুবতীর এভাবে বরিশালে চলে আসা এবং নিন্মবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। একইসাথে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test