E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভোগান্তি মুক্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতের উদ্যোগ

২০১৮ নভেম্বর ২৪ ১৭:৫৮:০৩
ভোগান্তি মুক্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতের উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মামলা জটমুক্ত আদালত প্রতিষ্ঠাসহ বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিজ্ঞ আদালতের তত্ত্বাবধায়নে। 

সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়নে গৃহীত সিদ্ধান্তগুলি মধ্যে রয়েছে-

১. বিচারাধীন মামলা সমুহের সমন, গ্রেফতারী পরোয়ানা, হুলিয়া ও ক্রোকী পরোয়ানা সমুহ সংশ্লিষ্ট থানা কর্তৃক দ্রুত জারীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রহণ করা না হলে কেন তা হয়নি তার এনইসি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

২. যথাসময়ে স্বাক্ষী হাজির নিশ্চিত করণে স্বাক্ষীদের আদালতে আসা-যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. মামলার তদন্তের ক্ষেত্রে শৈথিল্য দুরীকরণে থানার ভারপ্রাপ্ত ও তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

৪. মামলার আলামত যথা সময়ে আদালতে উপস্থাপনে কোর্ট পরিদর্শক যথাযথ ভাবে দায়িত্ব পালন করবেন।

৫. আদালত প্রাঙ্গনসহ বিচারিক ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

৬. ফৌজদারি মামলার বিচার কার্যাদি সুষ্ঠু ভাবে নিষ্পন্ন করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ আরও গতিশীলকরণ।

৭. থানা হতে যথাসময়ের মধ্যে আদালতে আসমী প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

এ লক্ষ্যে ইতোমধ্যে বিচার প্রক্রিয়া ও আদালত সংশিøষ্টদের অংশ গ্রহনে কয়েক দফা মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের অংশ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয় আরেক দফা মতবিনিময় সভা। এ সভায় মামলা জটমুক্ত আদালত প্রতিষ্ঠাসহ বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে এ উদ্যেগ গুলো নেওয়ার সিদ্ধান্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন এপিপি তরুণ কুমার বিশ্বাস, জুয়াদুর রহমান, মো: সাজ্জাদ হোসেন, এজিপি শহিদুল ইসলাম, কুষ্টিয়া বারের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, ওসি ডিবি বজলুর রহমান, ডা. স্বপন কুমার কুন্ডু, ডা. মো: আব্দুল মোমিন, পিপি অনুপ কুমার নন্দী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান, দেলোয়ার হোসেন, মাহফুজা খাতুন প্রমুখ।

আদালত প্রাঙ্গনে দীর্ঘদিন ধরে বিচার প্রার্থীদের ভোগান্তি নিরসনে, মামলার দীর্ঘসূত্রিতার কারন চিহ্নিতকরন, মামলাজট মুক্তকরণে সম্ভাব্য পথ নির্দেশনায় আদালত, আইনজীবী, আইন প্রয়োগকারী সংস্থা ও মেডিকেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত কাজকে ত্বরান্বিত করার কৌশল নিয়ে মতামত উপস্থাপন শেষে গৃহীত সিদ্ধান্ত সভার কার্যবিবরনীতে সংযুক্ত করে তা দ্রুত বাস্তবায়নে স্ব-স্ব ব্যক্তির উপর অর্পিত দায়িত্ব পালনে যত্নবান হওয়ার তাগিদ দেয়া হয়।

সমগ্র বিচার প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিদ্যমান বিচ্যুতি গুলির নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যদিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারিক সেবায় গুনগত ও মানসম্মত আস্থাশীল আদালতের পবিত্রতা সমুন্নতকরণই হবে এসব উদ্যোগের মূল লক্ষ্য এমনটাই মনে করছেন বিজ্ঞ আদালতসহ সংশ্লিষ্ট মহল।

(কেকে/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test