E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৪-২ পিডিকে ক্লাব জয়ী 

২০১৮ নভেম্বর ২৪ ১৯:১৩:১৭
৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৪-২ পিডিকে ক্লাব জয়ী 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুর ফুটবল মাঠে শনিবার বিকেলে লাখ টাকার ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় উত্তর শ্রীপুর একাদশকে ৪-২ গোলে পরাজিত করেছে কদমতলা পিডিকে মিতালী সংঘ।

খেলার প্রথমার্ধে ১২ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় চুকা প্রথম গোল করে দলকে এগিয়ে দেয়। খেলার ১৫ মিনিটের সময় কদমতলা পিডিকে মিতালী সংঘের নাইজেরিয়ান খেলোয়াড় জেরি গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। এরপরে ১৫ মিনিটের সময় আবারও জেরি আরেকটি গোল করে পিডিকে মিতালী সংঘ কে ২-১ গোলে এগিয়ে নেয়। খেলার ২৮ মিনিটের সময় পিডিকে মিতালী সংঘের মুকুল আরও ১টি গোল করে পিডিকে মিতালী সংঘ কে ৩-১ গোলে এগিয়ে নেয়।

খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের কার্তিক আরও একটি গোল করে উত্তর শ্রীপুর ফুটবল একাদশের ২ গোল পরিশোধ করে। ২য় আর্ধের ২০ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের ১টি ফাউল কে কেন্দ্র করে রেফারীর ভুল সিদ্ধান্তে খেলা চালিয়ে যাওয়ার ২ মিনিট পরে অর্থাৎ ২২ মিনিটে আবারো পিডিকে সংঘের নাইজেরিয়ান খেলোয়াড় জেরি আরও একটি গোল করে দল কে ৪-২ গোলে এগিয়ে নেওয়া সহ উক্ত টুর্নামেন্টে তার প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জণ করে। ঐ সময় ২ দলের গোলোযোগে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ খেলতে অস্বীকৃতি জানালে খেলার ৬৭ মিনিটের সময় কদমতলা পিডিকে মিতালী সংঘকে ৪-২ গোলে বিজয়ী ঘোষনা করাহয়। খেলা পরিচালনা করেন রেফারী মাষ্টার ইকবাল আলম বাবলু।

আগামী ২৭ নভেম্বর মঙ্গলবার একই মাঠে শ্যামনগর থানার ঈশ্বরীপুর মহা মেডান স্পোটিং ক্লাব বনাম যশোর নওয়াপাড়া স্পোটিং ক্লাবের মধ্যে বিকাল ৩টায় খেলা অনুষ্ঠিত হবে।

(আরকে/এসপি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test