E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন

২০১৮ নভেম্বর ২৫ ১৫:৪৩:৫৫
আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিক করি” এই শ্লোগানকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে সমবায়ী নারী পুরুষের সমন্বয়ে বর্নাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্তর দক্ষিণ শেষে উপজেলা পষিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ববধায়ক আবুল কলাম আজাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যাস জসীম সরদার, উপজেলা পল্লী জীবিকায়ন সমবায় সমিতি লিঃ প্রকল্প কর্মকর্তা কাজী আব্দুস সোবহান, শ্রমিকলীগ নেতা মিন্টু সেরনিয়াবাত, সমবায়ী ফয়েজ মিয়া।

এসময় সমবায় সমিতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত “রনাঙ্গনের সাথী” সমবায় সমিতি, সেরাল আশার আলো সমবায় সমিতি লিঃ ও বাকাল আদর্শ কৃষি পন্য সমবায় সমিতি লিঃ ও ৬জন সমবায়ী সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

(টিবি/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test