E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি : ফখরুল

২০১৮ ডিসেম্বর ১৯ ১৫:৪৫:০৭
নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি : ফখরুল

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বর্তমান নির্বাচন কমিশনকে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।

বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনায় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত সকল অধিকারগুলো কেড়ে নিয়েছে, গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েছে। বেগম খালেজা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন কষ্ট করেছেন, কিন্তু সরকার অন্যায়ভাবে তাকে জেলে বন্দী করে রেখেছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এলডিপির মহাসচিব ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেদওয়ান আহমেদ।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test