E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরুত্তাপ বিএনপি, মাঠে রাজত্ব আ.লীগের 

২০১৮ ডিসেম্বর ১৯ ১৮:৩৮:৫৭
নিরুত্তাপ বিএনপি, মাঠে রাজত্ব আ.লীগের 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালের অন্যতম আসন হিসেবে পরিচিত বরিশাল-১ আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নিয়ে গঠিত এই আসনে গৌরনদীতে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নের অবস্থান। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ২ লাখ ৫৭ হাজার ২শ ২০ জন ভোটার রয়েছে।

এর মধ্যে ১ লাখ ২৯ হাজার ১৭ জন পুরুষ ও ১ লাখ ২৮ হাজার ২০৩ জন নারী। এই আসনে বরাবর ভোট যুদ্ধ হয়েছে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে। তবে এবছর এর ব্যাতিক্রম চিত্র প্রত্যক্ষ করছেন সাধারণ জনগণ। দীর্ঘ এক যুগ এলাকা থেকে জন বিচ্ছিন্ন বিএনপি’র প্রার্থীর নড়বড়ে অবস্থান আর তাদের আভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে বিএনপি এবছর মাঠ গুছাতে সম্পূর্ন ব্যর্থ হয়েছে। রাজনীতি আর ভোটের মাঠে বিএনপি প্রার্থী না থাকায় দলের নেতা-কর্মী ও ভোটাররা চরম হতাশ ও ক্ষুব্ধ।

এ আসনের বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদার আবুল হাসানাত আব্দুল্লাহ দলের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। আওয়ামীলীগ সরকারের টানা ১০ বছরে নির্বাচনী এলাকা অবস্থান করে এলাকার সর্বত্রই ব্যাপক উন্নয়নের ছাপ রেখেছেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নযন ও সমবায় মন্ত্রনালয়ের চেয়ারম্যান হওয়ায় এলাকায় বিশেষ বিশেষ উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তিনি।

অপরদিকে এই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। তিনি ২০০১সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক
জহির উদ্দিন স্বপন ওয়ান ইলেভেনের সময় হাসিনা-খালেদা মাইনাস-২ ফরমুলা বাস্তবায়নের ক্রিড়ানক হিসেবে খালেদা জিয়া ও জিয়া পরিবার সম্পর্কে টিভি চ্যানেলের টক শোতে নেতিবাচক বক্তব্যর কারণে দল
থেকে বহিস্কার হন। ২০০১ সালে এমপি হয়েও নির্বাচনোত্তর সংখ্যালঘু ও আওয়ামীলীগ নেতাকর্মীদের নির্যাতন ও দমন পিড়ন, তৎকালীন স্ব-রাষ্ট্রমন্ত্রীর সভায় নির্যাতীত ইউপি সদস্য কমলা রানীর হাটে হাড়ি ভেঙ্গে দেয়া ও ওয়ান ইলেভের কুশিলব হিসেবে সারা দেশে আলোচিত সমালোচিত হয় স্বপন।

বাম দলের সাবেক তুখোড় ছাত্র নেতা স্বপন সাংসদ ও দলীয় পদ হারিয়ে নেতা কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। গত এক যুগ তার জনবিচ্ছিন্নতার সুযোগে এখানে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা বিএনপি (উঃ) সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তরাও এবার দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। দল থেকে প্রাথমিকভাবে সোবহান ও স্বপনকে নির্বাচিত করে। বিএননপি’র নমিনেশন দৌড়ে সোবহানকে টপকে মনোনয়ন কব্জা করেন জহির উদ্দিন স্বপন। জন বিচ্ছিন্নতার অভিযোগে স্বপনের মনোনয়নের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয় দলে। বিক্ষুব্ধ নেতা কর্মীরা তার মনোয়নের বিরুদ্ধে আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার বাড়িতে তাঁর সভাপতিত্বে প্রতিবাদসভা করে বিএনপি’র মহাসচিবের কাছে মনোনয়ন পরিবর্তনেরও দাবি জানায়।

এদিকে ১৭ ডিসেম্বর দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী স্বপন ২০০১ সালে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের ১৭ বছর পর সেই সময়ের এমপি হিসেবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থণা করে নির্যাতীতদের প্রতি সহনুভুতি ও সমবেদনা জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি তার হাতে সুযোগ আসে তাহলে ১৭ বছর হোক আর ৩৭ বছর হোক যে কোন অপরাধ আইনের আওতায় নেয়ার চেষ্টা করবেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বপন প্রধান নির্বাচন কর্মকর্তার কঠোর সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাতের অতিথি হবারও আমন্ত্রন জানান।

স্বপনের অভিযোগ, স্থানীয় আওয়ামীলীগ নেতার্মীরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, তার নির্বাচনী প্রচার-প্রচারনা এবং পোস্টার টানাতে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষের লোকজনে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন বলেন, দলের প্রার্থীর কাছ থেকে তারা কোন সারা না পাওয়ায় নির্বাচনী মাঠে নামছেন না তারা। যদি দলের সকল নেতাকে নিয়ে
স্বপন এক প্লাটফর্মে আসতে পারেন তবে তারা নির্বাচনী মাঠে নামবেন। এমন নিরুত্তাপ নির্বাচন এর আগে জীবনে কখনও দেখেন নি বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতি আব্দুল লতিফ মোল্লা বলেন, বিএনপির প্রার্থী থাকলেও মাঠ ফাকা। মনোনয়নয়ন প্রাপ্তি দীর্ঘ সময় পার হলেও দে প্রার্থী স্বপনের নিস্কৃয়তার কারণে বর্তমান নির্বাচনী মাঠে নেই কোন উত্তাপ। মাঠে বিএনপি না থাকায় পুরো মাঠ এখন আওয়ামীলীগের দখলে। ৎ

দলের নেতা কর্মীদের বরাত দিয়ে তাদের সাথে একমত পোষন করে তিনি আরও বলেন, স্বপন এবার নির্বাচন করতে আসেন নি। তিনি এক যুগ নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন থেকে বিএনপিতে নিজের অবস্থান নিশ্চিত করতে “রাজনৈতিক গেম” নিতেই শুধু দলের মনোনয়ন নিয়েছে। নির্বাচনের অল্প দিন বাকী থাকলেও এখন পর্যন্ত (১৯.১২.১৮) ধানের শীষের পোষ্টার চোখে পরেনি বরিশাল-১ নির্বাচনী এলাকার কোথাও।

জেলা (উঃ) বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, নির্বাচনী মাঠে না থাকতে পারা বিএপি’র প্রার্থী জহির উদ্দিন স্বপনের ব্যর্থতা। সংবাদ সম্মেলনের ঘটনা স্বপনের “নির্বাচনী নাটক” বলে অভিহিত করে তিনি বলেন, ২০০১সালে সংখ্যালঘু নির্যাতনের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ওই ঘটনা বিএনপি রাজনৈতিক দল হিসেবে ঘটায়নি বা তাতে বিএনপি’র কোন মদদ ছিল না। এর দায়ও বিএনপি নেবে না। তৎকালীন এমপি হিসেবে স্বপন ও তার অনুসারীদের দ্বারা সংগঠিক অপরাধ ও তার দায় একান্তই তার ব্যাক্তিগত।

এই আসনে নবম সংসদে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত এবছর দলের অপর মনোনন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বপন সম্পর্কে বলেন, মনোনয়ন প্রদানের আগেই তিনি নিরাপত্তা চেয়ে নির্বাচন
কমিশনে আবেদন করেন। তিনি কিভাবে প্রচারণা চালাবেন এটা তার বিষয়। “ সংখ্যালঘু নির্যাতন ও রামশীল ঘটনা” স্বপনই ঘটিয়েছে।

এটা ন্যাক্কার জনক উল্লেখ করে তিনি আরও বলেন, যার কারণে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আগৈলঝাড়ায় যেতে হয়েছিল। এসকল ঘটনা আমি দলীয় হাই কমান্ডকে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্ত তিনি মনোনয়ন পেয়েছেন। তাদের দেয়া মনোনয়নের ব্যাপারে কিছু মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ২০০১ এর হামলা, নির্যাতনের ওই দায় বিএনপি নেবে না। এটা প্রার্থী স্বপনের স্বীকার ও তার নিজস্ব দায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রাসেল সরদার(হাতপাখা), জাকের পার্টির প্রার্থী বাদশা মুন্সী (গোলাপ ফুল) তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test