E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৫৮টি গীর্জায় বড়দিন উদযাপনে নিরাপত্তা গ্রহণ, বরাদ্দ প্রদান

২০১৮ ডিসেম্বর ২১ ১৮:০৭:১৮
আগৈলঝাড়ায় ৫৮টি গীর্জায় বড়দিন উদযাপনে নিরাপত্তা গ্রহণ, বরাদ্দ প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ৫৮টি গীর্জায় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে যীশু খ্রিষ্ঠের শুভ জন্মদিন পালন উপলক্ষে খ্রিষ্ঠ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” উদযাপিত হবে। নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে থানা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করেছে। গীর্জাগুলোতে বড়দিন পালনের জন্য ৫৮টি গীর্জার ২৯ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে সরকার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে রতœপুর ইউনিয়ন ব্যাতীত সকল ইউনিয়নেই বড়দিনের উৎসব পালিত হবে। এরমধ্যে রাজিহারে ৬টি, বাকালে ৯টি, বাগধায় ১৮টি ও গৈলা ইউনিয়নের ৮টি গীর্জায় খ্রিষ্ঠ সম্প্রদায়ের ধর্মপ্রাণ লোকজন বিশেষ প্রার্থণা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। তাদের নিরাপত্তা প্রদানের জন্য ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে থানা প্রশাসন। ২৪ ডিসেম্বর রাত থেকে ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত গীর্জাগালোর সার্বিক নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে। এর আগেও পুলিশী নজরদারি থাকবে গীর্জাগুলোতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, বড় দিন উপলক্ষে ৫৮টি গীর্জার অনুকুলে বরাদ্দ চেয়ে তার দপ্তরে আবেদন করা হয়েছে। ওই সকল আবেদনের প্রেক্ষিতে সরকার প্রতিটি গীর্জার জন্য ৫শ কেজি করে জিআর চাল বরাদ্দ করেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test