E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ভোট চাইলেন কলামিষ্ট অজয় দাসগুপ্ত

২০১৮ ডিসেম্বর ২২ ১৬:০৮:২৯
আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ভোট চাইলেন কলামিষ্ট অজয় দাসগুপ্ত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির পক্ষে উঠান বৈঠকে নৌকায় ভোট চাইলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট অজয় দাসগুপ্ত।

শুক্রবার সন্ধ্যায় গৈলা ইউনিয়নের নগড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিষ্ট, দৈনিক সমকালের উপ-সম্পাদক, ছাত্র মৈত্রীর সাবেক নেতা, বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত।

আগৈলঝাড়ার কৃতী সন্তান টক শোর আলোচিত বক্তা অজয় দাসগুপ্ত তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিচারে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। ওরা আগৈলঝাড়ার মত সারা দেশেই বর্বোরোচিত অত্যাচার নির্যাতন চালিয়েছে। আর আওয়ামীলীগ সরকার পদ্মা সেতুর মত বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। তাই বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ওই সভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন নির্বাচিন পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, ঢাকা মহানগর (দঃ) শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার ওরফে ধলা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামীলীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র মন্ডলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে একই দিন বিকেলে স্থানীয় আওয়ামীলীগ এর উদ্যোগে ফুল্লশ্রী ছলেমান ফকিরের বাড়ির আঙ্গিনায় স্থানীয় ইউপি সদস্য এচাহাক আলম পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট সাংবাদিক অজয় দাসগুপ্তসহ স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে পুণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

(টিবি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test