E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি হাসানাতের জন্য নৌকায় ভোট চাইলেন পুত্র সাদিক আবদুল্লাহ

২০১৮ ডিসেম্বর ২৩ ১৮:৫২:০৭
এমপি হাসানাতের জন্য নৌকায় ভোট চাইলেন পুত্র সাদিক আবদুল্লাহ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাবা আবুল হাসানাত আবদুল্লাহর জন্য নৌকায় ভোট চাইলেন পুত্র বরিশাল মেয়র সাদিক আবদুল্লাহ।

রবিবার বিকেলে দলীয় নেতা কর্মী ও কাউন্সিলরেদের নিয়ে আকস্মিকভাবে গৈলা বাজারে উপস্থিত হয়ে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এমপি পুত্র, বরিশাল সিটি কর্পোারেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র নির্বাচিত হবার পরে এই প্রথম নিজ এলাকায় জনগনের সাথে মহাসন্মিলন ঘটালেন মেয়র।

গৈলা বাজারে সংক্ষিপ্ত সভায় মেয়র সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমি আমার বাবা এই এলাকার সন্তান। তিনি শুধু আমারই নয় সমগ্র দক্ষিণাঞ্চলের অভিভাবক। তার সন্তান হিসেবে সকলের কাছে তাঁর বাবার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থণা করেন। গৌরনদী- আগৈলঝাড়াকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে উল্লেখ করে তিনি ৩০ ডিসেম্বর ভোট দিয়ে আবুল হাসানাত আবদুল্লাহকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। এসময় দিনে নৌকায় ভোট দিয়ে পদ্মা থেকে পায়রা বন্দর পর্যন্ত উন্নয়নের অব্যাহত ধারাবাহিকতা বজায় রাখার ও আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখন সিটি কর্পোরেশনের সাথে ম্যারাথন সভা চালিয়ে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বরিশাল হবে দ্বিতীয় সিঙ্গাপুর। আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় আসলে গৌরনদী- আগৈলঝাড়াকে জেলায় রুপান্তর করা হবে বলেও জানান তিনি।

পরে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে গৈলা বাজারে ব্যবসায়ি ও সর্বস্তরের জনগনের সাথে কুশল বিনিময়, গণ সংঙোগ করে ভোট প্রার্থনা করেন। এসময় মেয়রের সাথে ছিলেন বরিশাল বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একে এমজাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা বীর বিক্রম মাহাবুব উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test