E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এ প্লাস পেয়েছে ২২৭ জন

আগৈলঝাড়ায় সমাপনীতে পাশের হার ৯৯.১৪, এবতেদায়ী শতভাগ 

২০১৮ ডিসেম্বর ২৪ ১৬:০৭:১০
আগৈলঝাড়ায় সমাপনীতে পাশের হার ৯৯.১৪, এবতেদায়ী শতভাগ 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ১৪ ভাগ। এ প্লাস পেয়েছে ২২৭জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস তার কার্যালয়ে সোমবার দুপুর দুইটায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, জিপি এ প্লাস পেয়েছে ২২৬জন, জিপি এ গ্রেড পেয়েছে ৬৬০জন, জিপি এ (-) পেয়েছে ৫৩১জন, জিপিএ বি গ্রেড পেয়েছে ৪৩১জন।

সংশ্লিষ্ট সূত্র মতে, শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় মোট ২৭৯৮জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে অনুপস্থিত ছিল ৭৩জন। ফেল করেছে ২৪জন। মোট পাশ করেছে ২৭৭৪জন। পাশের হার ৯৯ দশমিক ১৪ ভাগ।

অন্যদিকে ইবতেদায়ী পরীক্ষায় পাশের হার শতভাগ। ওই বিভাগ থেকে মোট ১৩০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপি এ প্লাস পেয়েছে ১জন, জিপি এ গ্রেড পেয়েছে ১৯জন, জিপিএ (-) পেয়েছে ৯জন, জিপিএ বি গ্রেড পেয়েছে ২৫জন।

ফলাফল ঘোষণায়র সময় উপস্থিথ ছিলেন শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, প্রিতীশ বিশ্বাসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test