E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৪২টি গীর্জায় ৪৫৯ খ্রিষ্টান পরিবারের বড় দিন উৎযাপন 

২০১৮ ডিসেম্বর ২৫ ১৬:১১:৪৩
আগৈলঝাড়ায় ৪২টি গীর্জায় ৪৫৯ খ্রিষ্টান পরিবারের বড় দিন উৎযাপন 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ধর্মীয় ভাবগাম্ভির্য, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্ট সম্প্রদায়ের প্রধান উৎসব ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” গতকাল সোমবার রাতে ও মঙ্গলবার পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলার ৪১টি গীর্জায় ৪শ ৫৯টি খ্রিষ্ট পরিবারের সদস্যরা সোমবার রাতে যিশু খ্রিষ্টের পৃথিবীতে পুনঃ আগমনী বার্তায় বিশেষ প্রার্থণা করেন। গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয় ভক্তিমুলক গান, কীর্ত্তন। এরপর একে অপরের সাথে কুশল বিনিময়, বিশেষ খাবার (সোমরস) দিয়ে অতিথীদের আপ্যায়ন করা হয়।

গীর্জাগুলো সাজানো হয় বর্ণিল সাজে। বড়দিন উপলক্ষে খ্রিষ্ট সম্প্রদায়ের বাড়িগুলোতে যীশু খ্রিষ্টের জন্মস্থল হিসেবে গো-শালা নির্মাণ, রঙ্গীন কাগজ ও বাতি দিয়ে বাড়ি সাজানো, ক্রিসমাস ট্রি সাজানো ও কেক, মিষ্টিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। বড় দিন উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

থানার ওসি মো. আফজাল হোসেন, বড় দিন উদযাপনের কয়েকদিন আগে থেকেই ৪১টি গীর্জার নিরাপত্তায় পুলিশ ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার প্রদান করা হয়েছে আগত বিদেশী অতিথীদেরও। অতিরিক্ত নিরাপত্তায় র‌্যাব টহল জোরদার করা হয়েছে। আনন্দ উল্লাসের মধ্যদিয়ে বড়দিন পালন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test