E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সহস্রাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

আগৈলঝাড়ার তিন গ্রাম বিএনপি মুক্ত ঘোষণা!

২০১৮ ডিসেম্বর ২৫ ১৭:৪৩:৫৪
আগৈলঝাড়ার তিন গ্রাম বিএনপি মুক্ত ঘোষণা!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নির্বাচনী মাঠে নিস্কৃয়তার কারণে একের পর এক আগৈলঝাড়ায় বিএনপিসহ জাতীয় পার্টি ও অন্যান্য দলের সহস্রাধিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা দফায় দফায় আওয়ামীলীগে যোগদান করেছে। আওয়ামীলীগে যোগদানের হিড়িক পরেছে উপজেলায়।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি গ্রামকে ঘোষণা করা হয়েছে বিএনপি মুক্ত ! আসলেই কি বিএনপি মুক্ত হয়েছে ওই সকল গ্রাম, এমন প্রশ্ন সচেতন রাজনৈতিক বোদ্ধাদের।

সংশ্লিষ্ট সূত্র মতে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নৌকা মার্কার সমর্থনে ২৪ ডিসেম্বর গৈলা ইউনিয়নের রামের বাজার টলঘরে নৌকা
মার্কার সমর্থনে অনুষ্ঠিত ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অরুন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা মিটির আহ্বায়ক জেলা
আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা আহসান হাবিব মোল্লা, বঙ্গবন্ধু কেন্দ্রীয় আইনজীবি পরিষদের সদস্য কিরন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, গৈলা ইউপি চেয়ারম্যান
শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ওই নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতা তাজমীর মোল্লা ও খোরশেদ মোল্লার নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছেন।

ওই সভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, স্থানীয় চার সমাজের সভাপতি, সাবেক ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার তার নিজ গ্রাম ভদ্রপাড়া, অশোকসেন গ্রাম ও তালতা (ঐচা) গ্রামকে বিএনপি মুক্ত ঘোষণা করেন।

প্রসংগত, ১৪ ডিসেম্বর এমপি হাসানাত আবদুল্লাহ’র হাতে ফুল দিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছিলেন উল্লেখিত গ্রাম তিনটিকে বিএনপি মুক্ত ঘোষনাকারী শাহজাহান সরদার।

অন্যদিকে, ২৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উঠান বৈঠকে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ঢাকা মহানগর জাপা’র সদস্য এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী অনুষ্ঠিত সভার প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে
এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র হাতে ফুল দিয়ে ফুল্লশ্রী গ্রামের এনায়েত হোসেন ফকির ও খোরশেদ আলীর নেতৃত্বে ফকির বংশের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

২৩ ডিসেম্বর ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে নৌকার উঠান বৈঠকে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পিন্টু বিএনপি’র শতাধিক নেতাকর্মী নিয়ে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, এর আগে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র হাতে ফুল দিয়ে আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মো. আজিজুল ইসলাম ও তাঁতী দলের সভাপতি ইসাহাক আলী শাহ’র নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। ওই দিন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার বজলুর রহমান ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা মশিউর রহমান বাদশা’র নেতেৃত্বে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।

আওয়ামীলীগের নির্বাচনী উঠান বৈঠকগুলোর প্রতিটিতেই কম বেশী বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করছেন। অন্যান্য দলের নেতা কর্মীদের আওয়ামীলীগে যোগদানকে দলের পক্ষে-বিপক্ষে অনেকেই সাধুবাদ জানালেও তাদের স্থায়ীত্ব ও কর্মকান্ড দিয়ে শঙকা আর উৎকন্ঠাও দেখা দিয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test