E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জের বাহুবলে দু’টি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা

২০১৪ জুলাই ২০ ১৮:১৪:২৪
হবিগঞ্জের বাহুবলে দু’টি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ও বাহুবলে লাইসেন্সবিহীন অবৈধ দু’টি ইটভাটাকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তানভীর হাসান রুমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইট পোড়ানো ও ভাটা স্থাপন আইন, ২০১৩ এর ৪ ধারায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স সাগর ব্রিকসকে ২০ হাজার টাকা এবং মেসার্স সানমুন ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি ইটভাটাকে যথাযথ আইন মেনে চিমনি স্থাপন ও ভাটা পরিচালনা করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল থানার এসআই মোঃ ছবিউর রহমান ও পেশকার মোঃ আজগর আলী।

(পিডিএস/এটিঅার/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test