E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বিএনপির ৩ প্রার্থীর নির্বাচন বর্জন

২০১৮ ডিসেম্বর ৩০ ১৯:২৭:১৬
চাঁদপুরে বিএনপির ৩ প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগ্নিসংযোগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কম-বেশি ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকেই সারাদেশের মতো চাঁদপুরের ৫টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। হাজীগঞ্জ উপজেলার রামপচন্দ্রপুর বাজারে এক ব্যবসায়ী দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। এছাড়া একই উপজেলার বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫০জন আহত হয়। নির্বাচন পর্যবেক্ষণকালে হাজীগঞ্জের টোরাগড় হাইস্কুলের পাশে বিএনপি সমর্থকদের হামলায় দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং কালের কণ্ঠের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল আহত হয়েছেন। এ সময় কাজী শাহাদাতকে বহনকারী প্রাইভেটকারটি ভাংচুর করে বিএনপি সমর্থকরা।

হাইমচর উপজেলায় উত্তর আলগী ইউনিয়নের ছৈয়াল বাড়ির সামনে বিএনপির সমর্থকরা জড়ো হলে পুলিশ ধাওয়া করে। এ সময় উচ্ছৃঙ্খল যুবকরা পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা আওয়ামী লীগ সমর্থক স্থানীয় ইউপি সদস্য সফিক ও তার ভাই আব্দুল মান্নান আখন্দের ঘরে অগ্নিসংযোগ করে। একই সময় সফিকের ভাগিনার মুদি দোকানেও হামলা হয়।

অপরদিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ বিএনপির সমর্থকরা।

এদিকে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক পৃথক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচন বর্জন করেছেন।

(ইউএইচ/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test