E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংরক্ষিত আসনে নাসিমা ফেরদৌসিকেই আবার সাংসদ হিসাবে চায় বরগুনাবাসী

২০১৯ জানুয়ারি ১৬ ১৫:২৪:০৩
সংরক্ষিত আসনে নাসিমা ফেরদৌসিকেই আবার সাংসদ হিসাবে চায় বরগুনাবাসী

অমল তালুকদার, বরগুনা : সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মৃতভেবে ফেলে দেয়া লাশের গাড়ি থেকে তুলে আনা এক নারীর নাম। ২০০৩ এর ২৬ সেপ্টেম্বর সোনারগাঁ হোটেলের কাছে পুলিশের হাতে চরম নির্যাতিত সেই নারী নেত্রী। পুরোদেশ জেগে উঠেছিলো যে নির্যাতনের চিত্র পত্রিকার পাতায় দেখে। যে দিনটির কথা ভুলতে পারছেন না তিনি আজও। বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেয়া নাসিমা ফেরদৌসিকেই ফের একাদশ সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য দেখতে চায় বরগুনার মানুষ। 

ইতিমধ্যেই নিজ জন্মভিটা বরগুনার পাথরঘাটায বিষয়টি নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বাংলাদেশ মহিলা আ.লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বরগুনা জেলা আ.লীগের সদস্য পাথরঘাটার হাজীবাড়ির মেয়ে নাসিমা ফেরদৌসি। রাজধানীর রাজপথে সংগ্রামে-সংকটে যে নারীনেত্রীর ঝাঁঝাঁলো কন্ঠধ্বনী মিছিল-শ্লোগানকে করেছিল বেগবান। যিনি ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় মৃত এক লাশ(!) সেই মৃত্যুর মিছিল থেকে ফিরে আসা,গ্রেনেড হামলায় নিহত খন্ড-বিখন্ড রক্ত¯œাত লাশের গাড়ি থেকে তুলে আনা সংগ্রামী নেত্রী নাসিমাকেই এঅঞ্চলের মানুষ শেখ হাসিনার পাশে দেখতে চায়।

দশম জাতীয় সংসদে বরগুনা-ঝালকাঠি ৩১৩ সংরক্ষিত আসনে বঙ্গকন্যা তাঁকে সংসদ সদস্য মনোনীত করেন। এই মেয়াদে এলাকায় ব্যাপক উন্নয়নমুলক কাজ করেন তিনি। বিশেষকরে পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজকে সরকারিকরন,বরগুনা-ঝালকাঠির অসংখ্য গ্রামকে বিদ্যুতায়ন,রাস্তা-পুল,ব্রিজসহ নানা উন্নয়ন এখানে চোখে পরার মত। এছাড়াও গরীব-অসচ্ছল মানুষদের অর্থ সহয়তা প্রদান এবং গরীব রোগীদের চিকিৎসার ব্যয়ভার গ্রহন সহ বিস্তর কর্মযজ্ঞের স্বাক্ষ বহন করছে তাঁর এলাকাটিতে। জেলে-মজুর সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেইসব কারনে দ্বিতীয়বারের মত আবারও তাঁকে সংসদ সদস্য হিসাবে কাছে পেতে চাইছেন।

এপ্রসঙ্গে মুঠোফোনে সাংসদ নাসিমা ফেরদৌসি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বিশেষ করে দক্ষিনাঞ্চলের গনমানুষের সেবক হিসাবে গত ৫টি বছর নিরলস কাজ করেছি। তাঁরসাথে বিএনপি-জামাতের ২১আগষ্টের গ্রেনেড হামলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ্র রহমতে বেঁচেগেছি। ২০০৩এর পুলিশি হামলায় নির্যাতিত হয়েছি। পত্রপত্রিকায় ছাপা সেই ভিভৎসচিত্র দেশবাসী ভুলতে পারেনি আজও। জীবনের শুরু আর শেষ ঠিকানা শেখ হাসিনা আর তাঁর আদর্শ। মানবতার বরকন্যা আমার নেত্রী চাইলে আবার সংসদে যাব,আর না চাইলেও দেশের জন্য দলের জন্য বিরামহীন গতিতে কাজ করে যাব। তবে আমার বিশ্বাস নেত্রী আমার জনগনকে নিরাশ করবেন না।

একজন নারী রাজনৈতিক কর্মী হিসাবে এলাকায় সবার প্রিয় তিনি। তাকে নিয়ে স্থানীয় রাজনীতিতে কোনোরকমের বিভেদ কিংবা বিরোধ নাই। একাদশ সংসদে সেসব কারনেই ফের চাইছেন নাসিমাকে সাংসদ হিসাবে এই জনপদের মানুষ।

(এটি/এসপি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test