E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

২০১৪ জুলাই ২১ ১৬:৫২:২৩
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি : রবিবার বিকেলে কুমিল্লার নোয়াগাঁও চৌমুহনীস্থ গাউছিয়া সেমাই ফ্যাক্টরী ও তিতাস বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গতকাল কুমিল্লার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে কুমিল্লার ভ্রাম্যমাণ আদালতের একটি দল কুমিল্লার নোয়াগাঁও চৌমুহনীস্থ গাউছিয়া সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালায়। এ সময় ফ্যাক্টরীতে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই স্থানের তিতাস বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে বিস্কুট প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার উভয় ফ্যাক্টরীর মালিকদের সতর্ক করেন এবং স্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মেসবাহ উদ্দিন ভূঁইয়াসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

(এইচকে/জেএ/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test