E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৯ জানুয়ারি ১৯ ১৭:০৬:৫৭
কুষ্টিয়ায় কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদ্রাসাকে মৌলবাদ, জামায়াত-শিবির তৈরীর কারখানা বলে মিথ্যা অপবাদের প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হয়েছে। 

আজ শনিবার দুপুরে আল্লারদর্গা বাজারে ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে।

দৌলতপুরের কল্যাণপুরী পীরের দরবার শরীফের ওরশ মাহফিল উপলক্ষে আল্লারদর্গা বাজারে তোরণ নির্মান করতে গেলে ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তোরণ নির্মানে বাঁধা দেয়। এ নিয়ে পীরের অনুসারীরা ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে ১৭ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এরই প্রতিবাদে শনিবার আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। পরে পুলিশের বাঁধায় তা পন্ড হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদ্রাসার সুপার মাওলানা সামসুল হক ও আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হবিবর রহমান লস্করসহ অন্যান্যরা।
মানববন্ধন ও মিছিলে মাদ্রাসার কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

(কেকে/এসপি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test