E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশি ফটো সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান

২০১৯ জানুয়ারি ২২ ১৮:২২:৩৫
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশি ফটো সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটম ‘এএসই ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস’-এ অংশ গ্রহণের জন্য বাংলাদেশি ফটো জার্নালিস্টদের নিকট হতে এন্ট্রির আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করছে রসাটমের প্রকৌশল শাখা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর- এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই)। অন্যান্য আকর্ষণীয় পুরষ্কারের সাথে বিজয়ী প্রতিযোগীদের আয়োজকদের খরচে রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। রসাটমের দেশীয় গণমাধ্যম সংস্থা এক প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার কথা জানিয়েছেন।

বাংলাদেশ, ভারত, ইরান, মিশর, চীন, বেলারুশ এবং হাঙ্গেরীর ফটোজার্নালিস্টরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, এসকল দেশে এএসই বর্তমানে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে।

এটমস্ত্রয়এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার খাজিন বলেন, “বাংলাদেশের নয়নাভিরাম প্রকৃতি এবং ঢাকা হতে পাবনা যাওয়ার পথে অবস্থিত গ্রামগুলোর মানুষের অকৃত্রিম হৃদয়ের সৌন্দর্য্য আমাকে রোমাঞ্চিত করেছে। আশা করি বাংলাদেশের ফটো সাংবাদিক বন্ধুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে নিজের দেশকে আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরার সুযোগ গ্রহণ করবেন।”

আগ্রহী আলোকচিত্রীরা ‘মানুষ’, ‘শহর’, ‘বন্যপ্রাণী’ বিষয়ের ওপর ধারণকৃত ছবি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় বিশেষ আর একটি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে এবং তা হলো ‘ভবিষ্যতের এনার্জি’। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষ, প্রকৃতি ও পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিবাচক প্রভাব নিয়ে ধারণকৃত ছবি এই ক্যাটাগরিতে স্থান পাবে। একজন প্রতিযোগী ১ জানুয়ারী ২০১৮ এবং তৎপরবর্তী সময়ে ধারণকৃত একটি অথবা অনুর্ধ পাঁচটি ফটোর সিরিজ পাঠাতে পারবেন। স্মার্টফোন ও ট্যাবলেটে ধারণকৃত ফটোও পাঠানো যাবে।

ফটোর ক্রপিং, হোয়াইট ব্যালেন্স কারেকশন, ডেনসিটি কারেকশন (ব্রাইটনেস, কন্ট্রাস্ট) ইত্যাদির মতো ছোটখাটো প্রসেসিং করা যেতে পারে। তবে ফ্রেমে বাঁধানো, বড় ধরণের ডিজিটাল ম্যানিপুলেশনকৃত ফটো এবং কোলাজ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

আগামী ১০ ফেব্রুয়ারী ২০১৯ এর পূর্বে[email protected] ই-মেইলে সকল নিয়ম-কানুন অনুসরণ করে পাঠানো আলোকচিত্র প্রতিযোগিতায় স্থান পাবে। একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবেন। শ্রেষ্ঠ আলোকচিত্রগুলো বিশেষভাবে আয়োজিত প্রদর্শণীতে স্থান পাবে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test