E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৯ জানুয়ারি ২৪ ১৮:৩৯:২১
কুষ্টিয়ায় ৪৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে কেক কাটা, প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রীতিভোজ অনুষ্ঠানে ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খান, পিপিএমএস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, এনডিসি, পিএসসি।

এসময় তিনি বলেন, ৪৭ বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে।

সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে দেশের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র ব্যাটালিয়ন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে। কঠোর পরিশ্রম, সততা ও পেশাগত উৎকর্ষতার মধ্য দিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবোজ্জল পতাকাকে সমুন্নত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ এএফডব্লিউসি, পিএসসিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি’র অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(কেকে/এসপি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test