E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীর গাছে গাছে আমের মুকুলের সমারোহ

২০১৯ জানুয়ারি ২৭ ১৯:০৩:৩৩
ঈশ্বরদীর গাছে গাছে আমের মুকুলের সমারোহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঘন কুয়াশা আর শীতের তীব্রতার মাঝে মাঘ মাসেই  ঈশ্বরদীর গাছগুলোতে আমের মুকুল আসতে শুরু। আম চাষীরা আগাম মুকুল রক্ষা ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

চাষীরা বলছেন, কুয়াশা মুকুলের জন্য ক্ষতিকর। তবে সকাল-সকাল রোদ উঠায় মুকুলের ক্ষতির মাত্রা এবারে কমছে। ঘন কুয়াশার সাথে আকাশ রোদহীন হলে এসব গাছের আগাম মুকুল নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ফলন বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে রবিবার ঈশ্বরদীর সলিমপুর, সাহাপুর, মুলাডুলি, দাশুড়িয়া, পাকশী, সাঁড়া, লক্ষিকুন্ডা ও শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, বেশীরভাগ গাছেই উঁকি দিচ্ছে মুকুল। মুকুলের সমারোহে ঢেকে গেছে গাছের পাতা। বাতাসে ছড়িয়ে পড়েছে মুকুলের মৌ মৌ সৌরভ। মুকুলের মধু আহরণে কীটপতঙ্গও ব্যস্ত সময় পার করছে। ঘন কুয়াশা থেকে মুকুল রক্ষায় চাষীরা গাছে প্রয়োগ করছেন ছত্রাকনাশক। রসহীন গাছের গোড়ায় সেচও দিচ্ছেন তারা।

আমচাষিরা জানান, জানুয়ারি মাসের শেষের দিকেই সাধারণত মুকুল আসে। এবার এসেছে জানুয়ারির শুরুতেই। এবারে আবহাওয়া ভালো থাকায় ফলন বিপর্যয়ের আশঙ্কা কম।

সলিমপুরের আমচাষি আলম সরদার বলেন, দুই সপ্তাহ আগে থেকেই মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমনটা হয়েছে। তিনি আরো বলেন, আকাশে কুয়াশা থাকলেও খুব একটা বেশি নয়। সকালেই রোদ উঠে আকাশ ঝলমলে হয়ে যাচ্ছে। তাই মুকুলের ক্ষতি হবে না। এরপরও চাষীরা সতর্কতার সাথে গাছে ছত্রাকনাশক স্প্রে করছেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ঈশ্বরদীতে প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও এসেছে। আগাম আসা মুকুল বেশির ভাগই নষ্ট হয়ে যায়। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছ হতে আগাম ফলন পাওয়া যাবে। তবে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছের মুকুল স্থায়ী হবে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test