E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়ন পরিষদে সচিব-অধ্যক্ষ হাতাহাতি!

২০১৯ জানুয়ারি ২৮ ১৬:০৫:০০
চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়ন পরিষদে সচিব-অধ্যক্ষ হাতাহাতি!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রোববার দুপুরের দিকে ইউপি সচিব ও মুনিয়াদিঘী কারিগরী কৃষি কলেজের অধ্যক্ষের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এনিয়ে ইউপি সচিব মোঃ সালমান কাজল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। 

জানা গেছে, মুনিয়াদিঘী কারিগরী কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন রোববার দুপুরের দিকে তাঁর ছেলের জন্ম সনদের জন্য ইউনিয়ন পরিষদে যান। তিনি ইউপি সচিবের কক্ষে বসে আবেদনপত্র পুরণকালে কিছুটা ভুল হয়। এক পর্যায়ে এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইউপি সচিব অধ্যক্ষের উপর চড়াও হন। অধ্যক্ষ সচিবের কক্ষ থেকে বের হয়ে এলে সচিব বাইরে এসে অধ্যক্ষকে কিল ঘুষি মারে বলে অভিযোগ। চেয়ারম্যান ও মেম্বারা এসে দু’জনকে নিবৃত করেন। বিষয়টি জানাজানি হলে হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম মাস্টারসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদে আসেন। বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করলে কতিপয় লোকজন ইউপি সচিবকে আটকে রাখে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। পরে পুলিশ সচিবকে উদ্ধার করে চাটমোহরে নিয়ে আসেন। সচিব সালমান কাজল এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’জনের মধ্যেই হাতাহাতি হয়েছে। বিষয়টি মীমাংসার কথা বলা হলেও সচিব অভিযোগ দিয়েছেন।

অধ্যক্ষ মোঃ শাহিন বলেন, সচিব আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং মারপিট করেছে। সবাই বিষয়টি দেখেছেন। আমি তার শাস্তি চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি ডিসি স্যারকে জানানো হয়েছে। সচিবকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

(এসএইচএম/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test