E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেগাই হালদার পাবলিক একাডেমীর শতবর্ষ পালন

আগৈলঝাড়ার আকাশে ফানুস আর আতশ বাজির চোখ ধাঁধানো ঝলকানী

২০১৯ জানুয়ারি ২৮ ১৬:১৮:১৪
আগৈলঝাড়ার আকাশে ফানুস আর আতশ বাজির চোখ ধাঁধানো ঝলকানী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে বর্ণিল ফানুষ আর আতশ বাজির চোখ ধাধানো আলোকচ্ছটায় আলোকিত হলো আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “ভেগাই হালদার পাবলিক একাডেমী’। বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে রবিবার বিকেল গড়াতেই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গগের মহাসন্মিলন। সন্ধ্যায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী আর শিক্ষকদের মিলন মেলায় কানায় কানায় পূর্ন হয় বিদ্যালয় মাঠ।

শতবর্ষে পদার্পণ করা প্রাচীন এই বিদ্যাপিঠে একশত ফানুস উড়িয়ে আর আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে দিনটিকে চির স্মরণীয় করে রাখার আপ্রাপণ চেষ্টার বহিঃপ্রকাশ ছিল সকলের। গগনের সূর্য আলো পশ্চিমে অস্ত যাওয়ার সাথে সাথেই সকলে এক সাথে মেতে ওঠেন ফানুস ওড়ানো আর আতশবাজি ফোটানোর মহাউৎসবে।

অন্ধকারা ঘনিয়ে আসা মাত্র আতশবাজির প্রকম্পিত শব্দের সাথে আকাশের বুক চিরে দেখা মেলে হরেক রংয়ের আতশ বাজির দৃষ্টি নন্দিত বর্নিল সাজ। আশপাশ এলাকায় মানুষও জড়ো হয় বিদ্যালয় প্রাঙ্গনে। উপস্থিত সকলেই স্মরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদার মহাশয়কে।
বিদ্যালয় সাবেক শিক্ষার্থী ও যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের উদ্যোগে শতবর্ষ পালনে আতশবাজি ফাটানো আর ফানুস উড়ানোর চলে বেশ দীর্ঘ সময়। শিক্ষার্থীসহ আপমর জনগনের আনন্দঘন ওই পরিবেশে উপস্থিত থেকে নিজেদের স্বাক্ষী করে রেখে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তুলতে সবার সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বাশাইল শহীদ শুকান্ত বাবু কলেজ অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, সাবেক শিক্ষার্থী ডা. অমূল্য রতন বাড়ৈ, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আঁকন, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, স্থানীয় বিশিষ্ট জনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ি চলতি বছরের ডিসেম্বর মাসে বর্নাঢ্য আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে ভেগাই হালদার পাবলিক একাডেমীর শতবর্ষ অনুষ্ঠানমালা।

প্রসংগত, ক্ষণজন্মা মৃত্যুঞ্জয়ী পুরুষ ভেগাই হালদার পিছিয়ে পড়া বিলাঞ্চলের শিক্ষা প্রসারের জন্য ১৯১৯ সালের ২৬ জানুয়ারী উপজেলার সদরে তার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test