E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রীর দুরদর্শীতার ফলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দৃশ্যমান’

২০১৯ জানুয়ারি ২৮ ১৬:২০:০৮
‘প্রধানমন্ত্রীর দুরদর্শীতার ফলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দৃশ্যমান’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ, উদ্যোগ, সাহস এবং দুরদর্শীতা এবং যুগোপযোগী সিদ্ধান্তের কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আজ দৃশ্যমান হয়েছে। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ আগামী ২০২৩ সালে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

প্রথম ইউনিটে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই সাথে দ্বিতীয় ইউনিটের আরো ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ ২০২৪ সালে যুক্ত হবে। ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রমের অগ্রগতির উপর অনুষ্ঠিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড.আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হক, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পাবনার জেলা প্রশাসক জসীম উদ্দিনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এর সকল সেফটির মানদন্ড ও গাইডলাইন এবং বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। এছাড়াও রাশান ফেডারেশন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ আন্তর্জাতিক স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সব রেগুলেটরি ডকুমেন্টের কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বিশেষজ্ঞ মতামত গ্রহণ পূর্বক এর কার্যক্রম এগিয়ে চলছে।

পরে মন্ত্রী ও অন্যান্য উচ্চ পদস্থ প্রতিনিধিরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test