E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী রেলওয়ে ডাক সার্ভিস : ৯৯টি পদের মধ্যে ৫৫টি শূন্য

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১৯:২২:১৫
ঈশ্বরদী রেলওয়ে ডাক সার্ভিস : ৯৯টি পদের মধ্যে ৫৫টি শূন্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জনবল সংকটের কারণে ঈশ্বরদী রেলওয়ে মেইল (ডাক) সার্ভিস (আরএমএস) এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। রেলওয়ে মেইল সার্ভিসের গুরুত্বপূর্ণ ঈশ্বরদী আরএমএস কার্যালয়ে দীর্ঘদিন ধরে অধিকাংশ পদে লোক নেই। যেকারণে ডাক বিভাগের সুষ্ঠু নীতিমালা অনুযায়ী কর্ম সম্পাদন হচ্ছে না। অতিরিক্ত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হচ্ছে। 

আরএমএস-এর এই কার্যালয়ে সৃষ্ঠ পদ ৯৯টির মধ্যে বর্তমানে ৫৫টি পদই শূণ্য। মেইল ক্যারিয়ার ও মেইল অপারেটর পদে সবচেয়ে বেশী সংখ্যক জনবল শুণ্য রয়েছে। ৪৭টি মেইল ক্যারিয়ার পদের মধ্যে ২৮টি ও ৪১টি মেইল অপারেটরের ২২টি পদই শূণ্য রয়েছে।

এছাড়াও প্রধান মেইল অপারেটরের ১টি, সহকারী প্লাাটফর্ম পরিদর্শর ২টি, সর্টিং সুপার ভাইজারের ১টি এবং মেইল গার্ড পদে ১টি শূণ্য রয়েছে। অতিরিক্ত কাজের চাপ সামলাতে প্রায়ই বাইরে থেকে লোক ভাড়া করে কাজ চালিয়ে নেয়া হচ্ছে।

মেইল সার্ভিস সূত্র জানায়, রাজধানী কমলাপুর স্টেশনের মতোই গুরুত্বপূর্ণ ঈশ্বরদী আরএমএস কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলার রেলওয়ের মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা সুদীর্ঘকাল ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

জিইপি, মানি অর্ডার, স্কুল-কলেজের পরীক্ষার খাতাপত্র, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ রেজিষ্ট্রিকৃত চিঠি এবং সাধারণ চিঠিপত্র ঠিকানা অনুযায়ী যাচাই-বাচাই পূর্বক সর্টিং করা এবং পরবর্তীতে সেগুলো পরিবহন ও বিভিন্ন জায়গাায় পাঠানো, ডাক পরিবহণ করে আনা, ডাকের ব্যাগ গাড়িতে তুলে দেয়া, ব্যাগ খোলা, ফেসিং করা এবং ব্যাগ বাঁধাই করা রেলওয়ে এই মেইল সাভিসের কাজ।

লোক না থাকায় গত সপ্তাহে ১৫৫ টি ব্যাগ ডাক বিভাগের পিকআপে গুনে গুনে তুলে দিতে হয়েছে বলে জানিয়েছেন মেইল গার্ড আব্দুল আলিম। এথচ এই পরিমাণ ব্যাগ তাঁর একার পক্ষে গাড়িতে তুলে দেয়া সম্ভব না হলেও বাধ্য হয়ে মাত্রাতিরিক্ত কাজ করতে হচ্ছে।

ঈশ্বরদী সাব-রেকর্ড সুপারভাইজার কাজী ওয়াহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন হতে এখানে লেকবল সংকট রয়েছে। বাইরে থেকে লোক যোগাড় করে এনে কাজ করতে হচ্ছে। লেকবল সংকটে কার্যক্রম ব্যহত হওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি ।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test