E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মহাসাড়ম্বরে অনুষ্ঠিত সরস্বতী পূজা

২০১৯ ফেব্রুয়ারি ১০ ১৫:৩০:২৮
আগৈলঝাড়ায় মহাসাড়ম্বরে অনুষ্ঠিত সরস্বতী পূজা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। রবিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি, বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিতর খবর পাওয়া গেছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।  

সনাতন ধর্ম বিশ্বাস মতে, সরস্বতী বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন জগতে ভক্তদের পূজা গ্রহনের জন্য। ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন সাড়ম্বরে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্থাপন করেছিল প্রতিমা। যার মধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়।

রবিবার ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা। অঞ্জলি প্রদানকারীরা উপবাস থেকে পুরোহিতের সাথে কন্ঠে মিলিয়ে উচ্চারন করেন- ‘‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’ এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শিক্ষার্থী ও ভক্তদের সাথে উপজেলা সদরের বিষ্ণু মন্দিরে পুস্পাঞ্জলী নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছ মন্দিরে আগত ভক্ত আর দর্শনার্থীদের মধ্যে।

সরস্বতী পূজা উপলক্ষে সনাতন সপ্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রবিবার বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে সাথে সন্ধ্যা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোকসজ্জা করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test