E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে উপজেলা নির্বাচনে ৯৮ জনের মনোনয়নপত্র জমা

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৭:০৮:৫৭
দিনাজপুরে উপজেলা নির্বাচনে ৯৮ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : ২য় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ১৩টি উপজেলার মনোনয়নপত্র উৎসবমূখর পরিবেশে জমা দিচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। 

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী’র সন্ত্রাসী বাহিনী’র হামলার শিকার হয়েছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। এমন অভিযোগ উঠেছে।

আজ সোমবার শেষ দিনে এ পর্যন্ত দিনাজপুরের ১৩ উপজেলায় ২৯ জন চেয়ারম্যান, ৩৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে বিএনপি’র ৮ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার খবর পাওয়া গেছে।

এদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন, চেয়ারম্যান পদে দিনাজপুর সদর উপজেলায় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোর্কারম হোসেন,বিরল উপজেলায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান বজলুর রশীদ কালু,বীরগঞ্জ উপজেলায় জেলা বিএনপি’র সদস্য রেজওয়ারুল ইসলাম রেজু,কাহারোল উপজেলায় বিএনপি নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.মামুনুর রশীদ চৌধূরী, পার্বতীপুর উপজেলায় ফুলবাড়ী উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএনপি’র নেত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন ও বিরামপুর উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় হাকিমপর (হিলি) উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী’র সন্ত্রাসী বাহিনী’র হামলার শিকার হয়েছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। এমন অভিযোগ করেছেন দলের নেতা সাবেক পৌর মেয়র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন রাজ।

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত স্ব স্ব উপজেলা প্রশাসনের নিকট মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ দিন। বাছাই ২০ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী মার্চ মাসের ১৮ তারিখ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় ১৩টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৫৪ জন।

(এসএএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test