E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে আলতাদীঘি পরিদর্শন শেষে টিয়া পাখি অবমুক্ত

২০১৪ জুলাই ২২ ১৮:৪০:০২
ধামইরহাটে আলতাদীঘি পরিদর্শন শেষে টিয়া পাখি অবমুক্ত




নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক জাতীয় উদ্যান শালবন ও আলতাদীঘির মনোরম দৃশ্য পরিদর্শন করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিনী সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। তিনি ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ঢাকা থেকে ধামইরহাট আসেন।

এ সময় দু’শতাধিক বছরের পুরনো ঐতিহাসিক আলতাদিঘী ও জাতীয় উদ্যান শালবনের মনোরম দৃশ্য অবলোকন করেন তিনি। পরিদর্শনকালে আলতাদিঘীর পাড়ে তিনি একটি হরিতকী গাছের চারা রোপন করেন এবং বনবিভাগের উদ্যোগে ২০টি টিয়া পাখি অবমুক্ত করেন। পরিশেষে শালবনের পার্শে বসবাসরত আদিবাসী রমনীদের সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বনবিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্লা রেজাউল করিম, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা হেলাল উদ্দিন, ধামইরহাট বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, পাইকবান্দা বিট কর্মকর্তা সাইদুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(বিএম/এটিআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test