E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ মৌসুমে নাটোর শহর যানজট মুক্ত

২০১৪ জুলাই ২২ ২১:৫৮:৫৯
ঈদ মৌসুমে নাটোর শহর যানজট মুক্ত

নাটোর প্রতিনিধি : ঈদ মৌসুমে সারাদেশের জেলা শহরগুলো যানজটের কবলে থাকলেও ব্যতিক্রম নাটোর শহর। পবিত্র রমজান মাসের শুরু থেকে স্থানীয় পুলিশ প্রশাসন শহরের রাস্তাগুলোকে ওয়ানওয়ে করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।

ফলে আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ততম গোটা শহর যানজট মুক্ত রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত্রি ৯ টা পর্যন্ত শহরের ব্যস্ততম এলাকায় হালকা ও ভাড়ি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় যানজট নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

ব্যবসায়ীরা জানান, প্রতিবছরই ঈদ মৌসুমে যানজটে নাকাল হতে হয়েছে। এবারই নাটোর শহর যানজট মুক্ত রয়েছে। এবার পথচারী সহ ক্রেতাদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছেনা। যানবাহনের আধিখ্য না থাকায় পথচারী সহ ক্রেতারা নিরাপদে চলাচল করতে পারছে। তবে রিক্সা ও অটো রিক্সা চালকরা ক্ষোভের শুরে বলেন, সড়কগুলোকে ওয়ানওয়ে করায় তাদের আয় কমে গেছে। প্রতিদিনের গাড়ির জমাও ওঠাতে পারছেননা।

এদিকে শহরকে যানজটমুক্ত রাখার পাশাপাশি ক্রেতা বিক্রেতা ও পথচারীদের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ টহল দিচ্ছে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, সকলের সহযোগীতার কারণে নাটোর শহরকে এবার ঈদ মৌসুমে যানজটমুক্ত রাখা সম্ভব হয়েছে। শহরকে যানজটমুক্ত রাখতে অধিকাংশ সড়ককে ওয়ান ওয়ে করা হয়েছে। সকাল থেকে রাত অবধি মানুষের ভিড় কমে যাওয়া পর্যন্ত এব্যবস্থা বহাল রাখা হয়। প্রতিদিন ৫০ জন ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রনে কাজ করছে। এছাড়া ১০ জন পৌর পুলিশ ও আনসার সদস্যরা তাদের সহযোগীতা করছে।

(এমআর/অ/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test