E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপাকে শিক্ষার্থীরা

নাগরপুরে উদ্ভোধনের আগেই কোটি টাকায় নির্মিত বিদ্যালয় ভবনে ফাটল

২০১৯ ফেব্রুয়ারি ২৬ ১৭:০৮:৩২
নাগরপুরে উদ্ভোধনের আগেই কোটি টাকায় নির্মিত বিদ্যালয় ভবনে ফাটল

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুুরে উদ্ভোধনের আগেই ফাটল ধরেছে বিদ্যালয় ভবনে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে স্বল্প আকুটিয়া মধ্য পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ফলে ভবনটি উদ্ভোধনের আগেই দেয়ালের বিভিন্ন অংশে ফাটল পরিলক্ষিত হয়।  

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ৮৯ লাখ ৭১ হাজার ৯৩২ টাকা ব্যয়ে প্রকল্পের বিদ্যালয় ভবনটি যথা সময়ে নির্মিত হয়নি। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রখর রোদে ও বৃষ্টিতে ভিজে খোলা মাঠে নিয়মিত পড়াশুনা করছে। এতে শিক্ষার্থীরা সর্দি, জ্বর সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। ভবনের নির্মাণ কাজ শেষ হওয়া স্বত্বেও শিক্ষার্থীরা প্রাণ ভয়ে ফাটলকৃত বিদ্যালয় ভবনের ভেতরে শিক্ষা গ্রহণে সাহস পাচ্ছে না।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, বিদ্যালয় ভবনটিতে নিম্নমানের কাজ করায় ভবনটিতে ফাটল ধরেছে। এতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ক্লাশ করতে পারছে না। এছাড়া বিদ্যালয়ের ৪ শিক্ষকের পদায়ন থাকলেও ১ জন শিক্ষক দিয়ে কোন রকমে ক্লাশ পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় মনছুর মিয়ার ছেলে হিমেল বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা আক্তার নিয়মিত বিদ্যালয়ে না আসায় এই বিদ্যালয় থেকে অধিকাংশ শিক্ষার্থী পাশর্^বর্তী গয়হাটা বিদ্যালয়ে চলে যাচ্ছে।

এ বিষয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মেসার্স এসএনবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বলেন, ভবনের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ও ভবনের নিচের অংশে এটেল মাটি থাকার কারণে ভবনের বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটি সম্পাদনের আগে আমি মেরামত করে দেব।

এ ব্যাপারে নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম জানান, আমি দায়িত্ব গ্রহণের আগেই এ প্রকল্পটি শুরু হয়েছে। তবে বারান্দার মূল অংশে সামান্য ফাটল ধরতে পারে, এতে কলামের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ এহসানুল হক টিটু মুঠোফোনে জানান, এ নির্মাণ কাজের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test