E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেই মানবতার হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টারগুলোর কোন কাগজ নেই

২০১৯ ফেব্রুয়ারি ২৭ ১৮:২৩:৫৭
সেই মানবতার হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টারগুলোর কোন কাগজ নেই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় বহুল আলোচিত সেই দুঃস্থ মানবতার হাসপাতাল ও বিভিন্ন ডায়াগনিষ্টিক সেন্টার পরিদর্শন করলেন বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. মানোয়ার হোসেন আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী বাইপাস সড়ক এলাকায় বহুল আলোচিত সেই দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতাল ও উপজেলার বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শুকলাল রায়, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা ডায়গনিষ্টিক সেন্টার সমিতির সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মো. মানোয়ার হোসেন এ প্রতিনিধির কার্যালয়ে বসে জানান, দুঃস্থ মানবতার হাসপাতাল কর্তৃপক্ষ অন লাইনে লাইসেন্সের জন্য সরকারের কাছে কোন আবেদন করেনি। বেসরকারী প্রাইভেট হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের বিপরীতে ওই হাসপাতালে মাত্র একজন চিকিৎসক ও একজন প্রশিক্ষিত নার্স পাওয়া গেছে।

তিনি আরও বলেন, পরিদর্শনের আগেই দুঃস্থ হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যে, পরিদর্শনের সময় সরকারের কাছে দাখিল করা কাগজপত্র অনুযায়ি হাসপাতালের চিকিৎসক, নার্স ও জনবল কাঠামো উপস্থিত রাখার জন্য। কিন্ত দাখিল করা কাগজপত্রের তালিকা অনুযায়ি কোন চিকিৎসক ও নার্স তারা দেখাতে পারেনি। হাসপাতালের অবকাঠামো খাত ভাল হলেও চিকিৎসক ও নার্স না থাকায় সেবা প্রদানের মান ভাল নয়।

অন্যদিকে শহরের প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থিত ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার এর পরিবেশ ভাল থাকলেও তারাও এখন পর্যন্ত লাইসেন্সের জন্য অন লাইনে আবেদন করেনি।

সিভিল সার্জনের পরির্শণের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় উপজেলা সদরের জনসেবা ডায়াগনিস্টিক সেন্টার, হাসপাতালের সামনে অবস্থিত সিকদার ডায়াগনিস্টিক সেন্টার, সন্যামত ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ দেখা গেছে। উপজেলা সদরের পপি ডেন্টাল ক্লিনিকের কোন বৈধ কাগজপত্র না থাকায় পরিদর্শনের খবরে বন্ধ করে দিয়ে মালিক পালিয়ে গেছে। উপজেলা সদরের গ্রামীণ প্যাথলজি সংকুচিত জায়গায় পরিচালিত না করে বড় পরিসরে পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, সংশ্লিষ্ঠ ব্যবসা পরিচালনার জন্য যাদের লাইসেন্স আছে তাদেরও নতুন করে অন লাইনে আবেদন করতে হবে। সরকারীভাবে সকল লোকের চিকিৎসা সেবা দেয়া সম্ভভ নয় বলেই বেসরকারী পর্যায়ে সরকার হাসপাতাল, ডায়াগনিস্টিক সেন্টার, ঔষধের দোকানের লাইসেন্স দিয়ে সকলের স্বাস্থ্য সেবার সুযোগ করে দিয়েছেন। তবে লাইসেন্স নিয়েও যারা স্বাস্থ্য সেবা দিচ্ছে না তাদের ব্যবসা বন্ধ করে দেয়া হবে।

সিকদার ও সন্যামত ডায়াগনিস্টিক সেন্টার কাগজপত্র না থাকায় পূর্বে সিলগালা রে দেয়ার পরেও কিভাবে পুণরায় তারা ব্যবসা করে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন করে তিনি এ ব্যাপারে ইউএনওকে চিঠি ইস্যু করবেন। ইউএনও এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুলিশ প্রসাসনের সহায়তায় বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test