E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীর ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৬:৪৭:৪৯
গৌরনদীর ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ওসি’র স্ত্রীসহ আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিমানবন্দর থানাধীন প্রতাবপুর গ্রামের মৃত মহিউদ্দিন মল্লিক খোকনের স্ত্রী হোসনেয়ারা বেগম।

ওই মামলায় গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার তার স্ত্রী মোসাম্মৎ মৌসুমী, তাদের সহযোগী প্রতাবপুর গ্রামের বাসিন্দা বাহাদুর, বরিশাল নগরীর স্ব-রোডের বাসিন্দা বিধান চন্দ্র তাপস এবং ভাটিখানা সড়কের বিশ্বজিত কুমার রায়কে অভিযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানাধীন রহমতপুর মৌজায় বিএস রেকর্ডভুক্ত সাড়ে ১২ শতক জমি রয়েছে হোসনেয়ারা বেগমের। ওই জমি দখল করতে ওসিসহ অপর আসামিরা চেষ্টা চালাচ্ছেন। সবশেষে ২৬ ফেব্রুয়ারি জোর করে গাছপালা কাটতে যাওয়া হয়। এতে বাঁধা প্রদান করায় আসামিরা পরবর্তীতে গাছপালা কেটে নেয়ার হুমকি দিয়ে চলে যান।

সূত্রমতে, আদালতের বিচারক নুরুজ্জামান বাদীর অভিযোগটি আমলে নিয়ে ওই জমিতে স্থিতিবস্থা জারি করতে বিমানবন্দর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test